কত কি চোখে পড়ে, কত কথা ভাগ করে নিতে ইচ্ছে হয় সবার সঙ্গে। লিখে রাখতে মন চায় এমন অনেক কিছু, যেগুলো হয়তো ঘটেনি, কিন্তু ঘটতে পারে। এই পেজের বন্ধুদের জন্যে রইল আমার লেখা, পাশে থাকবেন। জানাবেন মতামত।
কত কি চোখে পড়ে, কত কথা ভাগ করে নিতে ইচ্ছে হয় সবার সঙ্গে। লিখে রাখতে মন চায় এমন অনেক কিছু, যেগুলো হয়তো ঘটেনি, কিন্তু ঘটতে পারে। এই পেজের বন্ধুদের জন্যে রইল আমার লেখা, পাশে থাকবেন। জানাবেন মতামত।
Book Summary
নাগাল্যান্ডে জুকু ভ্যালী ট্রেক এখনো খুব বেশী মানুষ করেননা। উচ্চতা কম হলেও বেশ কষ্টকর এই ট্রেকরুটে পথ হারানোর ঘটনা কিন্তু শোনা গেছে বেশ কয়েকবার। একবার গেলে চূড়ান্ত নির্জন এই পথে হাঁটার আর ঢেউ খেলানো পাহাড়ী ভূমিরূপের প্রেমে পড়তেই হবে।