#নষ্ট_প্রেম
আশিরনখ কাঁপছে গো আজ প্রথম
শঙখ লাগা প্রেম দেখালে তুমি
আজো আমি ভাবি সেসব দিন
বর্তমানে পাগলি নামে ফিরি নষ্ট আমি পাগলি নামে ফিরি ------
দাঁড়িয়েছিলাম সময় বুকে নিয়ে
বেশ লাগে এই বুকের মধ্যে নদী
এক আগুনে দহন কি শেষ হয়
নখ থেকে চুল বেবাক নষ্ট আমি
বারোমাস্যা জলের কাহন কড়ির
হিসেব চেয়েই ঝরণা দিল দোর
পাঠিয়ে ছিলাম কর্ণ- সোহাগ চিঠি
স্থবির শুধু ভুবনডাঙার ভোর
কিছু যেন নেই ভ্রান্তিবিলাস ছাড়া
সারা দেহ জুড়ে ভিখারি অবাধ্যতা
মাথুর দেয়ালে না দেখা দৃশ্যপট
বিবাগী লজ্জা ছুঁয়ে দিল আজ তারা
#স্মৃতি_চট্টোপাধ্যায়_সমাদ্দার।৷ ( মুক্ত )