#অন্তর্লীন
নাভিমূল থেকে আর একটু
নিম্নগামী হলেই হাতের তালু
ছুঁয়ে ফেলে বেশ কিছু সমান্তরাল রেখাকে |
এইখানে লেখা আছে এক, দুই, অথবা তিন
ভ্রুণ জন্মের প্রত্নতাত্ত্বিক ইতিহাস |
অবশ্য এসব জন্মের মধ্যে ফাঁক বড়ো কম,
সেই ফাঁক দিয়ে শিথিল স্তনবৃন্তে দু আঙুলে
চাপ দিয়ে সেই তালু পেয়ে যায় দুধ মুখ ঘ্রাণ
ঠিক যেন একমুঠ নীবার ধানের নবান্ন |
আর এই ভাবে মাতৃকথা লেখা হয়ে যায়
তাম্রলিপি বা অনুশাসনে নয়, লেখা হয় মানবীর দেহঘেরা সেইসব অন্তর্লীন শাশ্বতিক রেখার গভীরে ||
#স্মৃতি_চট্টোপাধ্যায়_সমাদ্দার৷ ( মুক্ত)