• 06 January 2021

    চিরন জিৎ সরকার

    এমনি করেই

    0 26

    কবিতা - "এমনি করেই"

    বিভাগ - আধুনিক ছন্দ

    কলমে - চিরন জিৎ সরকার

    রচনা কাল - ০৬/০১/২০২১

    ____________________________________

    আজকেও সূর্য উঠেছে ধরণী আলো করে

    প্রকৃতিও দেখছে তার শোভা মন প্রাণ ভরে।

    জুটি পায়রা মেলেছিল তাদের দুটি ডানা

    মন খুলে উড়তে তাদের কেউ করেনি মানা।


    আজকেও সবুজ ঘাসে পড়েছিল শিশির

    একফালি চাঁদ উপহাস করছিল নিশির।

    পেঁচাটাও জেগেছিল শিকারের আশায়

    পরিবর্তন ঘটেনি কোনো শেয়ালের ভাষায়।


    আজকেও নদী বয়ে চলেছে আপন গতিতে

    শ্যাওলা পানা ভাসছে পাখি আপন মতিতে।

    সময় মতোই জোয়ার আসে প্রিয় ভাটার টানে

    ওরা সবাই ওদের সময় নিয়ম করেই মানে।


    মানব সৃষ্ট সময় লিপি দিন ক্ষণ বলে দেয়

    নির্দ্বিধায় সকলে সেটা আপন করে নেয়।

    শিক্ষা দীক্ষার বিষয় গুলো চেতনা জাগায়,

    জীবন বাঁচাতে তার কিছুটা কাজে লাগায়।


    বিজ্ঞান অজ্ঞান আজও প্রকৃতির কাছে

    যতই এগোয় তবুও সে পড়ে যায় পাছে।

    এমন করেই মানব জীবন অতিবাহিত হবে

    হাসি কান্না প্রেম আনন্দের সমারোহ টুকু রবে।

    _______________"সমাপ্ত"________________

    ______________________________________



    চিরন জিৎ সরকার


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!