• 16 December 2020

    কবিতা

    যাপিত যাপন

    0 112

    #যাপিত_যাপন


    এইমাত্র জানলাম আমি বেঁচে নেই।

    তবু হাত, পা, শূণ্যে তুলে প্রশংসিত চোখ মেলে

    না বাঁচার অনুভূতিটুকু উপভোগের চেষ্টা করলাম |

    শব্দ ভেদী কান সব শব্দ শুষে নিলে বোঝা গেল

    সত্যি ই আমি বেঁচে নেই।

    তবু মনে হলো, যারা ছিলো আপনার জন

    দীর্ঘদিন স্তব্ধ যদি থাকি তারা কি ভাববে না আমার কথা?

    অথবা ভ্যানে করে যে সবজিওয়ালা সবজি দিত সে,

    দিনাতিপাতের রসদ যোগানো সিলভার জুবিলি করা

    মুদিখানার ছেলেটি অথবা ফুলের বেসাতি সাজিয়ে

    যে আমাকে প্রতিদিন এক টুকরি ফুলের পসরা দিত

    সেই ছেঁড়া শাড়ি গায়ে জড়ানো দিদিমা? কেউ আমার

    খবর করবে না?

    আমার সন্ততি আর উত্তরসূরীরা, কোনো এক হেমন্তের

    দুপুরে একবার ও অনুভব করবে না ছেড়ে দেওয়া

    শূণ্যতাকে?

    এ এক অলৌকিক কল্পনা | বাস্তবে এরকমই ঘটে থাকে

    ঘটে যায় নির্ধারিত আলপনা এঁকে |

    শূণ্যতাকে খেয়ে নেয় সময়, সময়কে খেয়ে নেয় কাল,

    কালকে খেয়ে ফেলে অনির্দিষ্ট শতাব্দী |

    তারপর প্রত্নতাত্ত্বিক পাষাণ শরীরে লেখা হয়ে থাকে

    কোনো এক মানবের যাপিত যাপন কথা

    যা সততই শাশ্বত অলীক হয়ে থাকে...


    #স্মৃতি_চট্টোপাধ্যায়_সমাদ্দার ( মুক্ত)



    স্মৃতি সমাদ্দার


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!