আপৎকালীন বিজ্ঞপ্তি
এতদ্দ্বারা কলিকাতা নগরীর জনসাধারণকে জানানো যাইতেছে যে, মহামান্য পৌরপিতার আদেশানুসারে অদ্য প্রদোষ ৬ ঘটিকা হইতে আগামী কল্য প্রভাত ৬ ঘটিকা পর্যন্ত জনগণের উন্মুক্ত পথে চলাচলের উপর আপৎকালীন নিষেধাজ্ঞা লাগু করা যাইতেছে। আসন্ন অমাবস্যা-নিশীথে জম্বি আক্রমণ হইতে নগরবাসীর নিরাপত্তাবিধায় এই অগ্রিম সতর্কতা।
ইতোপূর্বে কলিকাতা নগরী দুইবার সফলভাবে জম্বি সন্ত্রাস প্রতিরোধে সক্ষম হইলেও দমদমা, রাজ্যহট্ট এবং স্বর্ণপুর সীমান্তের অতিপ্রাচীর সমধিক ক্ষতিগ্রস্ত হইয়াছে। উপরি-উক্ত অঞ্চলের অধিবাসীবৃন্দকে অন্যত্র স্থানান্তরিত করা হইয়াছে।
আভ্যন্তরিক সুরক্ষা মন্ত্রকের নির্দেশিকা (মেমো: বাং/জম্বি-২/ কলি-/ ০৯-২০৩১/ ১৩) মোতাবেক জম্বি-কাল চলাকালীন নাগরিকদের পালনীয় কর্তব্যবিধি নিম্নে সন্নিবিষ্ট হইল:
পালনীয়
• পূর্বোক্ত তারিখে রাত্রিকালীন নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করুন।
• আপৎকালীন প্রয়োজনে পথে বাহির হইলে সঙ্গে অগ্নিশলাকা রাখুন।
• স্মরণে রাখুন, তিন ব-এর নীতি জম্বি সন্ত্রাস হইতে আপনার প্রাণরক্ষা করিতে পারে।
ব- বন্ধ দরোজা
ব- বৃহৎ অগ্নি (একটি প্রাপ্তবয়স্ক জম্বি বিনাশের জন্য অন্তত ১০০০ ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা আবশ্যক)
ব- বায়ুযান (গতায়াতের জন্য সরকার অনুমোদিত 'আমার ড্রোন' পরিসেবার সাহায্য নিন। দিবস-জম্বিদের গতিবিধি সরকারি সংবাদ-বার্তায় নিয়মিত জানানো হইবে। )
অপালনীয়
• ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র, জৈবাস্ত্র, ছুরিকা, অসি ইত্যাদির প্রভাব জম্বিকুলের উপর ক্রিয়াশীল নয়। ইহাতে বরং হিতে বিপরীত হইবার সম্ভাবনা বেশি।
• সংক্রামক জম্বি-শোণিত শরীরে লাগিলে জলে ধুইবার প্রয়াস পাইবেন না। অবিলম্বে উক্ত অংশ অগ্নিতে দগ্ধ করিতে হইবে।
• পশ্চাদ্ধাবনরত জম্বিদের এড়াইতে ইঙ্গরাজি Z অক্ষরের ন্যায় পথে দৌড়াইবেন না। উহাতে অহেতুক সময় নষ্ট হয়। বৈজ্ঞানিক নিরীক্ষায় জম্বিদের বুদ্ধিমত্তার প্রমাণ পাওয়া গিয়াছে। প্রতিপক্ষকে দুর্বল ভাবিবার ভ্রমে পতিত হইবেন না।
অনুমত্যনুসারে,
শ্রী বিমান অধিকারী
পৌরপিতা
কলিকাতা মহানগরী
বাংলা, ভারত
তাং- ০৯/০১/২০২৫
বিজ্ঞপ্তির প্রতিলিপি প্রাপক:
১. পৌর গ্যাজেট, কলিকাতা
২. নগরপালের কার্যালয়, কলিকাতা
৩.আনন্দলহরী পত্রিকা
৪. ঘটমান বর্তমান বার্তা
৫. দূরানুভব বাংলা ৫ডি