যান্ত্রিক
ধরে
নাও প্রিয় হাজার বছর পরে
ফাগুন
এসেছে আধুনিক পৃথিবীতে
মুখোমুখি
বসে তুমি, আমি, ল্যাপটপ
অনুভূতি খুঁজি যান্ত্রিক
গলিপথে।
হয়তো তখন কাঁচের ঠান্ডা ঘরে
হারাবে ফাগুন তপ্ত দহন রূপ
মরশুমি ফুল ভুলবে সময় কাল
উল্লাসী ফাগ রয়ে যাবে নিশ্চুপ।
বাহারী টবের সাজানো অলস গাছ
ভুলে যাবে লাল ধূসর পথের নাম
তুমি আর আমি ভুলে যাবো চেনা সুর,
মেঠো কবি গান, জ্যোৎস্নায় ভেজা গ্রাম।
অপটু হাতের কিংশুক ফুল মালা,
কৃষ্ণচূড়ার অপরূপ উঁকিঝুঁকি
কাড়বে না আর মুগ্ধ এ মনোযোগ
পেশাদারী চোখে এসবই তখন ফাঁকি।
মন কেমনের অকারণ কোনো ঘোরে
তুমি, আমি, আর যান্ত্রিক যন্ত্রণা
করবো না বুঝি নষ্ট সময় আর
দুয়ারে ফাগুন বুঝেও যে বুঝবো না।
যান্ত্রিক
ধরে
নাও প্রিয় হাজার বছর পরে
ফাগুন
এসেছে আধুনিক পৃথিবীতে
মুখোমুখি
বসে তুমি, আমি, ল্যাপটপ
অনুভূতি খুঁজি যান্ত্রিক
গলিপথে।
হয়তো তখন কাঁচের ঠান্ডা ঘরে
হারাবে ফাগুন তপ্ত দহন রূপ
মরশুমি ফুল ভুলবে সময় কাল
উল্লাসী ফাগ রয়ে যাবে নিশ্চুপ।
বাহারী টবের সাজানো অলস গাছ
ভুলে যাবে লাল ধূসর পথের নাম
তুমি আর আমি ভুলে যাবো চেনা সুর,
মেঠো কবি গান, জ্যোৎস্নায় ভেজা গ্রাম।
অপটু হাতের কিংশুক ফুল মালা,
কৃষ্ণচূড়ার অপরূপ উঁকিঝুঁকি
কাড়বে না আর মুগ্ধ এ মনোযোগ
পেশাদারী চোখে এসবই তখন ফাঁকি।
মন কেমনের অকারণ কোনো ঘোরে
তুমি, আমি, আর যান্ত্রিক যন্ত্রণা
করবো না বুঝি নষ্ট সময় আর
দুয়ারে ফাগুন বুঝেও যে বুঝবো না।