• 22 February 2021

    কবিতা

    তোমার জন্য

    0 159

    তোমার জন্য


    তোমাকে দিলাম কবিতা একরাশ,

    তোমাকে দিলাম এক ফাগুনের পলাশ,

    তোমাক দিলাম জ্যোৎস্নার মায়ানিশি,

    তোমাকে দিলাম তারাদের ঝিকিমিকি।


    তোমারই জন্য জোনাকিরা দেয় আলো

    তোমার জন্য মাধবীলতার বেড়া,

    তোমার জন্য গোলাপ বকুল বীথি,

    তোমার জন্য সরোবরে সারসেরা।


    তোমার জন্য বাতাসে বকূলগন্ধ,

    তোমার দৃষ্টি ছুঁয়েছে রঙিন অলি,

    তোমারই পরশ মেখেছে দখিনা পবন

    তোমার জন্য পাপড়ি মেলেছে কলি।


    আকাশে বাতাসে তোমার হাসির ছন্দ

    রজনীগন্ধা ছড়ায় সুবাস মৃদুমন্দ,

    কাকলিকুজনে বনের বিহগবৃন্দ

    সুরে ও ধ্বনিতে করেছে কি আনন্দ।


    তোমার কথাই চুপকথা হয়ে রাজে

    হৃদয়ের সব তন্ত্রীতে অবিরত,

    তোমার চরণচিহ্ন খুঁজেছে লাজে,

    অভিসারিকা তবুও তো সংযত।


    তোমাকেই চেয়ে বেহাগ সাজায় সরগম

    তোমারই জন্য একতারা বাঁধে সুর,

    বাঁশরী খুঁজেছে তোমার নামের ধুন,

    মেঘমল্লার,মালকোষে কি মধুর!


    বসন্ত এসে তোমার কথাই বলে,

    বকুল পারুল দোলে মৃদু হিল্লোলে,

    তোমাকেই ভেবে রাতের প্রহর জাগে

    গোলাপ,যুথিকা ,বেলি, চামেলিরা বাগে।


    তোমার হাসিতে ছড়ায় মায়াবী নেশা,

    তোমার রূপের আবছায়া রূপরেখা

    স্বপনের মাঝে ঘিরেছিল কি আবেশে,

    রজনীর খেয়া পার হয়ে দিল দেখা।


    তাইতো তোমায় দিলাম নিভৃত ঊষা,

    ভোরের শিশিরে ধোয়া উঠোনের ধুলি

    পূবদিগন্তে রক্তিম আলোমাখা,

    নবীন সূর্যালোকে প্রথম কাকলি।


    @শিখা




    শিখা রায়


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!