• 09 May 2021

    সঞ্জয় কুমার দাস

    মধুর আলাপন

    0 21

    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ আর জোড়াসাঁকোতে বা বিশ্বভারতীতে বন্দি নন।

    তিনি আপামর বাঙালীর তথা বিশ্বের মানুষ। সাধারণ মানুষের মনের মানুষ।

    তিনি চিরসবুজ, চিরতরুণ এক স্বতস্ফুর্ত সত্তা।

    প্রায় প্রতিটা বাঙালী মনেই তাঁর প্রতিভার ছায়া অবশ্যই আছে। প্রতিটা বাঙালী কোন'-না-কোন'ভাবে তাঁর কাছে ঋণী।

    আমার মনে হয়, আজও তিনি নিরাকারে বর্তমান, আকাশে, বাতাসে, অন্তরীক্ষে, মননে, ভাবনায়, চলনে, বলনে, স্মরণে...

    তেমন বিশ্বাসকে পাথেয় ক'রেই একবিংশ শতকের এক নব্য আধুনিকা তরুণী #মধুরিমা-র সাথে গুরুদেবের কথোপকথনের সম্পূর্ণ কাল্পনিক একটি কাব্যনাট্য:




    সঞ্জয় কুমার দাস


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!