• 25 April 2021

    সঞ্জয় কুমার দাস

    সত্যদর্শন

    0 31

    মহাভারতের একমেবাদ্বিতীয়ম্ চক্রী দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ, অযুতমুখী প্রতিভাধর। তাঁহার মুখনিঃসৃত দৈবিক অমৃতবাণী চরাচরে অবিদিত নহে।

    সমগ্র জীবনব্যাপী তাঁহার লীলাখেলাও অন্তহীন।


    অন্যদিকে, ধর্মক্ষেত্রে ধর্ম প্রতিষ্ঠায় সর্বযুগে দায়ী

    পাঞ্চালরাজ দ্রুপদকন্যা যাজ্ঞসেনী। শুধু মহাভারতে নহে, প্রতিযুগেই ইহার প্রতিফলন। দ্রৌপদীর আত্মসম্মানের পরিমাপ করিবার মতন সূচক বোধহয় আজিও অনাবিষ্কৃত। সে এক অগ্নিগোলক।


    জন্মকালীন ইতিহাসে দু'জনেই বিস্ময়ের ঘেরাটোপে। বহুজনের চর্চার বিষয় এই দুই নারী-পুরুষের জটিল সম্পর্ক। কেমন ছিল তাঁহাদিগের সম্পর্ক?


    মহাভারতের প্রেক্ষাপটে, সর্বকালীন কিছু নিগূঢ় অনুভবের, কিছু ভাবাবেগের ভিত্তিতে সম্পূর্ণ কাল্পনিক কথোপকথন:




    সঞ্জয় কুমার দাস


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!