মহাভারতের ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যুদ্ধের দশম দিন।
কুরুসেনাপতি গঙ্গাপুত্র ভীষ্ম। পাণ্ডব সেনাপতি দ্রুপদ নন্দন ধৃষ্টদ্যুম্ন।
সেই দিনই কৌরবদের নক্ষত্রপতন। সেই দিনই ভীষ্মের শরশয্যা গ্রহণ। দ্বন্দ্ব যুদ্ধ চলাকালীন, পিতামহ ভীষ্ম আর গাণ্ডীবধারী ধনঞ্জয়ের মধ্যেকার সম্পূর্ণ কাল্পনিক কথোপকথনের ভিত্তিতে রচিত কাব্যনাটিকা: