দুর্যোগ
সুব্রত মিত্র
এই সময় সময়ের অসময়
গৃহরাজ ভেঙে ফেলে ব্রত
নিয়তি দর্শায় কতশত ভূমি চ্যুৎ মৃত।
ভেঙে খানখান জনতার দরবার
জবাব চায় টেলিভিশন চ্যানেল,
জবাব চায় যুবকের হাহাকার,
চাইছে জবাব আজ মায়ের কোলে শিশুর অনাহার।
অজানা হাওয়ায় ভেসে আসে সংক্রমণ
মানুষ মানুষের হয়না সমকক্ষ হয় প্রতিপক্ষ
মানুষ মহামূল্য; হিংসার তুল্য; মানুষই মানুষের দুশমন।
নিচে নেমে এসে দেখো গ্রহের সৈনিক
সমতল ক্ষুব্ধ; জনমানব রুদ্ধ; বেসামাল সংগ্রাম দৈনিক।
পবনের তান্ডব বাড়ায় জলোচ্ছ্বাস
দুঃখের অনাবৃত মৃত্তিকার ক্রন্দন নাগরিক উপবাস,
কুঠারের শরীর বৃক্ষে মগ্ন
জলমগ্ন পাতায় খিদের যজ্ঞ,
ইতিহাস আজ দেখছে প্লাবন, প্রাণ বাঁচানোর দীর্ঘ স্মরণ
শেষ প্রয়াসে অনড় গতি;
সীমানার শীর্ষবিন্দুতে দাঁড়িয়ে জীবনযাপন।