বিভাগ ___ কবিতা
সৃষ্টি______অপূর্ব প্রেম
স্রষ্টা _____ সুনীল সরকার (সুনন্দ)
তোমার জন্য সারাজীবন অপেক্ষাতেও রাজি
ভুলতে চাইলে তুমি আমায় সত্যি ভোলো দেখি।
বলছে মন চুপিচুপি ভীষণ ভালোবাসো
রাগ দেখানো আসল তো নয় এক্কেবারেই মেকি।
ভালোই লাগে মাঝেমধ্যে একটু ঝগড়া হলে
হটাৎ করে গাল ফুলিয়ে যখন যাওগো চলে।
বুকের ভেতর কাঁপন ধরে চুপটি যখন থাকো
দেহের মাঝে মন যে আছে ধরে রাখতে বলে।।
বুকের মাঝে ব্যথার দলা কন্ঠনালী যায় ছুঁয়ে
কিসের টানে এমন করে বুঝতে পারি তখন।
তুমিও বুঝি এমন করেই কষ্ট সহ্য পেতে থাকো
তুমিও ঠিক খুঁজতে থাকো দূরে থাকি যখন।।
বিনি সুতার টানে দুজন দুজনের কাছাকাছি
বিরহ আর দ্বন্দ্ব নিয়ে ব্যতিব্যস্ত থাকা।
দূরে থেকেও টান কমেনা একটুখানি জানি
বুঝতেই পারছো দুটি জীবন একই পটে আঁকা।।
রক্তের টান নয়তো বড়ো মনের টানের চেয়ে
তাইতো দুজন ভিন্ন ঘরের একই সাথে আছি।
মন বিনিময় মত বিনিময় চলবে পাশাপাশি
হাত দুখানি ধরেই এসো আমরা দুজন বাঁচি।।