• 20 October 2021

    শ্যামল চক্রবর্ত্তী ( সবুজের কবিতা)

    সবুজের  স্মৃতি থেকে ভ্রমণ কাহিনী

    0 29

    সবুজের স্মৃতি থেকে ভ্রমণ কাহিনী
    শ্যামল চক্রবর্ত্তী
    ( সবুজের কবিতা)

    নোনা জল কত স্মৃতি লেখা আছে হানিমুনের।।
    উস্কে দিল নিউরনে প্রতিলিপি শিরোনাম।
    নোনা জলে স্মৃতির খাতায় ঢের সারি সারি। উপত্যাকায় বালুচরে স্মৃতির ঢের সারি সারি।
    নোনা জলে ভিজিয়ে ছিলাম প্রিয়তমার শরীর ।
    নোনা লেগে আছে প্রথম ঘোরা সঙ্গে প্রিয়তমা।
    মজা করে হাওড়া গেলাম স্বপ্ন নিয়ে নিদ্রা গেলাম।
    ঘুম ভাঙতেই পৌঁছে গেলাম সাক্ষী গোপাল।
    অটোচালক চলল নিয়ে যেথায় আছে কালি ধাম।
    পোশাক পোশাক পড়ে নিয়ে ভাবলো সবাই করবো স্নান।
    বাইনোকুলার চশমা সঙ্গে কিন্তু মোবাইল নিয়ে।
    গেলাম মোরা সমুদ্র তটে, ভাগ্যিস ছিল পায়ের চটি।
    বড় বড় ঢেউ গুলো সব একেই বলে বঙ্গোপসাগর।
    সাদা সাদা ঢেউ গুলো সব দুধের মত ভাসছিল।
    এত নুন কোথায় পেল? ভাবছি মোরা চটের উপর।
    ভেজা ভেজা বালির উপর স্মৃতির কত নকশাগুলো।
    প্রেমের পরশ পূর্ণ ছিল সঙ্গে সাঁতার কাটা।
    পরের দিনে ছোট্ট বসে গেলাম মোরা কোনারক। পুরীর কাছে দেখতে পেলাম শতাব্দী পুরনো সূর্য মন্দির।
    একে একে দেখতে হল উদয়গিরি খণ্ডগিরি আবার সেটা ধবলগিরি।
    আবার মজায় যোগ হলো নন্দনকানন কেন,
    ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির।




    শ্যামল চক্রবর্ত্তী


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!