• 14 May 2022

    কবিতা

    "গভীরে নিমজ্জিত"

    0 75

    এত আলো, তবুও আঁধার- গভীরে নিমজ্জিত,

    দিনকাল-মাস-বছর শ্মশান, তবুও জীবন্মৃত!


    ইচ্ছে যত- চিতায় বিলীন, সহ্যসীমায় ক্ষীণ,

    আর কতো হায় ধৈর্য্য-আগুন, জ্বালবো প্রতিদিন?

    পুড়তে পুড়তে স্বপ্ন, আশা, নাড়িও পুড়ে ছাই-

    একগলা দায় আজ অসহায়, ভাতটুকু নিরুপায়।


    সাহায্যের হাত যদিও অটুট, তবুও বাধে বোধ-

    একজীবনে এতোকিছু পাওয়া- কেমনে করি শোধ!

    আলো- আলো- এতো আলো, তবুও আঁধার ঘোর;

    ভাগ্য চুরির দায় কাকে দিই! সময় যখন চোর..।


    হিসাবখানা- অতীব সহজ, ব্যয়ের পাহাড় বাঁধা,

    আয় যেটুকু- ধারের খাতায়, লক্ষ গোলকধাঁধা!

    ডুবতে ডুবতে জীবন-সূর্য, ডুবছে অতল নদে;

    দিনকাল-মাস-বছর শ্মশান, অথৈ চোরা গতে।


    শেষ বয়সে এলোমেলো- আশার চোখের জ্যোতি,

    অকাল পতন, ভাঙাকুলো, সহায় ফুটো ঘটি;

    যতই ঢালি- সমুদ্রে জল, 'মুক্তো' সে তো মৃত!

    এতো আলো, তবুও আঁধার! গভীরে' নিমজ্জিত।।




    পিন্টু বেতাল


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!