রঙে রঙে ভরা অনুক্ষণ
রঙে রঙে মাটি মাখা মন
মেঘে মেঘে আর খোলা চালে
মাটির ফসলে আর কোদালে
ভরে আছে রঙ্।
রঙে রঙে ভরা আছে জল
রঙে রঙে ভরা আছে স্থল
তোমার কান্নায় ভাষা ভাষা
তোমার দিগন্তে মাটি ঘেঁষা
রঙে রাঙা রঙ্।
রঙে রঙে ভরে আছে পথ
রঙে রঙে আলো বাঁধা মথ
তোমার অলকের মৌ-রাগ
উম্ ধরা, নেশা ধরা ফাগ
রঙে রঙে রাঙা।
রঙে রঙে ভরে আছে কোল
রঙে রাঙা মাংসের ঝোল
পাতা ঝরে,ম্যাদামারা ঘাস
ঘোড়া ছোটে রঙ ধরা মাস
রঙে ঢঙে রাঙা।