• 16 March 2022

    কবিতা

    রঙ্

    0 155



    রঙে রঙে ভরা অনুক্ষণ

    রঙে রঙে মাটি মাখা মন

    মেঘে মেঘে আর খোলা চালে

    মাটির ফসলে আর কোদালে

    ভরে আছে রঙ্।


    রঙে রঙে ভরা আছে জল

    রঙে রঙে ভরা আছে স্থল

    তোমার কান্নায় ভাষা ভাষা

    তোমার দিগন্তে মাটি ঘেঁষা

    রঙে রাঙা রঙ্।

    রঙে রঙে ভরে আছে পথ

    রঙে রঙে আলো বাঁধা মথ

    তোমার অলকের মৌ-রাগ

    উম্ ধরা, নেশা ধরা ফাগ

    রঙে রঙে রাঙা।


    রঙে রঙে ভরে আছে কোল

    রঙে রাঙা মাংসের ঝোল

    পাতা ঝরে,ম্যাদামারা ঘাস

    ঘোড়া ছোটে রঙ ধরা মাস

    রঙে ঢঙে রাঙা।




    তমাল বেরা


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!