নিশুতির থাবা এল ধেয়ে
অতীত বর্তমানে"কেন থাকে দাঁড়িয়ে?
গোছানো স্মৃতিরা আক্ষেপের ডোরে টানে
ভালো মন্দ'র দন্ধে ফেল করায়,ফেলে আসা বিজয়ে
তবু গুপ্তশক্তি শক্ত করায় বারংবার লঙ্ঘনে মায়াদের
পৃথিবী স্রষ্টার নির্দেশিত কুরবানিতে নিরাকার থাকা সুখের।
যন্ত্রণাদের আস্কারা দিও না।
এরা বিব্রত করে মাথাচাড়া দেয় অশান্তি হয়ে!
বিচ্ছেদ অবশ্যম্ভাবী সে সম্পর্ক হোক বা মৃত্যুর ক্ষেত্রে
আমৃত্যু কোনোকিছুই স্থায়ি নয় জীবনের জিয়নকাঠিতে
কিনারেএসেও ডুবেছে স্রোতের বিরুদ্ধে কেউ জেতেনি ভবে
মানুষতো ঈশ্বরের পুতুলখেলায়, সেটা বুঝলে না সেভাবে?
কেউ যায়নি কেউ যায়না সবই ঘুরছে একই বলয়ের ব্যাসার্ধে
শুধু বিশ্বাস অবিশ্বাস নিয়ে নিত্য নতুন যত জল্পনাকল্পনা
আত্মারা নতুন বস্ত্রের মত দেহ ধারণ করে পরিপাট্যে জন্মে
এক অজানা সংকল্পের আবদ্ধে সবেতে অবতরণ
সব্যসাচী ঐন্দ্রিলারা এই চিত্রনাট্যের যে সাক্ষী
যারা অবশিষ্ট আমি তাদের বাঁচতে শেখাচ্ছি!
আজ আমি কাল তুমি পরশুঅন্যকারোর সময়ের সাইকেল
নিয়মের হাতে বৃথা মায়ায় আবদ্ধতা হয়না এটার মিরাকেল
@Copyright/sonalikobita21