• 03 December 2022

    দেবা মন্ডল

    সফর সঙ্গী

    5 147

    সফর সঙ্গী
    কলমে - দেবা

    একলা যাত্রী লম্বা সফর ,
    অনেক টা পথ পাড়ি দিতে হবে।
    একাকিত্ব গ্রাস করছে হৃদ স্পন্দনে দুরু দুরু!
    গভীর রজনী ভারাক্রান্ত মন,
    শরীর কম্পমান মৃত্যুর হাতছানি!
    "ভয় কি বন্ধু আমি তো আছি !"
    দেখি দুয়ারে দাঁড়িয়ে মনের মানুষ!
    একটা আহ্বানে স্বস্তির নিঃশ্বাস।
    দীর্ঘ সময় অতিক্রান্ত ,নব আবেগে মন উড়ু উড়ু।
    অজানা অনুভূতি - নতুন করে বাঁচার আশ্রয়।
    মাতাল ঢেউ - উত্তাল মন ,
    শরীর মন জুড়ে আঠারোর প্রেমানুভূতি !
    অহর দিবা নিশি চিত্ত চঞ্চল ,
    মন চায় ছুটে যেতে , চায় ঊষ্ণ গোলাপের চুম্বন !
    বড়ো ভয় হয় রামধনু ভেবে ,
    যদি হারিয়ে যাও কখনও তুমি ?
    মম শরীর-মন যে ছিল পঙ্গু -
    আজ আমি শ্বাস নিই তোমার শ্বাসে !
    পারবনা নব বিরহ মেনে নিতে -
    যদি তুমি হারিয়ে যাও কখনও ,
    ঢোলে পড়বো আমি মৃত্যুর কোলে !
    "ভয় পেওনা বন্ধু আমি তো আছি,
    হাসিমুখে পৃথিবী থেকে বিদায় নেব -
    তোমাকে চিরতরে হাসিয়ে !"
    এ আমার প্রতিশ্রুতি বন্ধু !"




    দেবা মন্ডল


Your Rating
blank-star-rating
D.M. FILMS PRODUCTION - (24 February 2023) 5
❤️❤️❤️❤️💗

0 0

Deba Mondal - (10 December 2022) 5
💐🌹

0 0