অনুভূতি
কলমে - দেবা মন্ডল
তুমি কি অনুভব করও ?
যখন তুমি গভীর নিদ্রায় মগ্ন থাকো
স্নেহের চুম্বনে তোমাকে আদর করি নিত্য দিন ;
প্রথম চুম্বন উদ্বিগ্ন ললাটে ,দ্বিতীয় দুই হরিণী নয়নে ,
তৃতীয় টি গোলাপের মত লাল কোমল সুমিষ্ট ওষ্ঠে!
তুমি মাথা রাখো আমার বক্ষে ,
আমি দু বাহু দিয়ে আগলে রাখি তোমাকে।
তারপর রাতের আধার ফুরালে -
আমি মিশে যায় তোমার উপলব্ধিতে একাত্ম হয়ে ।
তুমি কি অনুভব করও ?
যখন সমগ্র পৃথিবী একদিকে আর তুমি একাকী ;
ভগ্ন হৃদয় - ক্লান্ত শরীর - জীর্ণ মন ,
মৃত্যু তোমাকে গ্রাস করছে ধীরে ধীরে,
আমি তখন অবস্থান করছি তোমার উপলব্ধিতে -
আলোর কিরণ হয়ে তোমার মনের কেন্দ্র বিন্দুতে।
তুমি কি অনুভব করও ?
একাকিত্ব যখন তোমাকে গ্রাস করেছে,
নীল সাগরের বাঁধ ভেঙে -
উপছে পড়ছে লবণাক্ত জল,
ধক ধক করে স্পন্দিত ভগ্ন হৃদয় কি বলছে ?
আমি তোমার হৃদয়ের স্পন্দনে আছি ,
তোমাতে মিশে আছি, তুমি আমাকে উপলব্ধি করও।
তুমি কি অনুভব করও ?
যখন তুমি একান্তে গভীর কর্ম ব্যস্ততায় মগ্ন,
তোমার কর্মের অনু পরমাণুতে আমার অস্তিত্ব ।
তোমার মস্তিষ্কের দক্ষিণে , চল্লিশ হাজার চিন্তনে
প্রতি মুহূর্তেই খুঁজে পাবে আমার অস্তিত্ব।
তুমি কি অনুভব করও ?
যখন তুমি ক্ষণিকের অবকাশে একাকী শান্ত চিত্তে ,
উদাসীন মনে কল্পনার রঙে রঙিন স্বপ্ন সাজাও,
সেই রঙিন জগতে আমার অস্তিত্ব বিরাজ করে
তোমার ঐ উদাসীন শরীর-মন জুড়ে।
তোমার কল্পনার রঙ তুলিতে মিশে আছি আমি।
তুমি কি অনুভব করও ?
তোমার উষ্ণ শ্বাস বায়ুতে আমার শরীরের সুগন্ধ ,
তোমার ওই ভেজা গোলাপ ঠোঁটে মিশে আছে
আমার শরীরের বিষাক্ত নিকোটিনের লালা।
ভয় হয় তোমার শরীরে না ছড়িয়ে পড়ে সেই বিষ !
তোমার রক্ত কণিকায় মিশে আছে আমার অস্তিত্ব,
যা প্রতি মুহূর্তেই তোমাকে চঞ্চল করে তোলে।
তোমার নীল সাগরের গহীনে, মস্তিষ্কের দক্ষিণে
চিন্তা শক্তির কেন্দ্রে, লাল মিষ্টি ওষ্ঠের উষ্ণতায়
একাকীত্বের উৎসে, ভগ্ন হৃদয়ের স্পন্দনে
তোমার কর্ম ব্যস্ততায়, তোমার স্থির চিত্তে
সমগ্র শরীরে - সমগ্র মননে - সমগ্র চিন্তনে
আমাকে তুমি উপলব্ধি করবে !
চাইলেও তুমি ভুলতে পারবে না আমাকে ,
অনুভব করে দেখো।