কি করে তোমায় ভুলি ?
কলমে-দেবা মন্ডল
তুমি কি জানতে চাও কেমন আছি ?
ভালো আছি কিনা তা জানিনা ,
তবে ধূমকেতু হয়ে এখনও বেঁচে আছি !
অতীত গুলো উঁকি মারে মনের স্মৃতিপটে,
নয়ন প্লাবিত হয়ে শুকিয়ে যায় ক্ষণে ক্ষণে,
দেখি কালসিটে দাগগুলো নয়ন তলে !
রঙিন স্বপ্ন গুলো আজ বড়ো ধূসর,
শুকনো পাতার মতো ফ্যাকাসে জীবন।
প্রতিক্ষণে তোমার অনুভূতি গুলো গ্রাস করেছে!
তুমি কি সত্যিই আমাকে অনুভব করো ?
তবে কেন বারবার মৃত্যু হাতছানি দেয় !
দুঃখ আমার শৈশব সঙ্গী সে যে বড়ই আপন !
কি করে ভুলে যাবো তোমার ?
সে তো অলীক কল্পনা!
আগুনের মিলন ঘটে যদি শরীরে -
হয়ত ভুলেতে পারি শরীর পুড়ে ভস্মীভূত হলে!
নিশ্বাসে মিশে আছো শরীর তো উপলক্ষ্য!
আমার সৃষ্টিতে মিশে গেছো , মিশে গেছো আত্মায় !
এ জনমে তোমাকে ভুলে যাওয়া কল্পনাতীত!
তুমি কি পারবে ভুলতে ? নীরব কেন ?
তোমার অন্তর দেখো দাউ দাউ করে জ্বলছে !
তোমার ঐ দু'চোখের অকাল শ্রাবন ধারা
অনুভূতিতে একাত্ম হয়ে নিরবে উত্তর দেয়।
তোমার পবিত্র আত্মায় মিশে আছে আমার অস্তিত্ব!
তুমি চাইলেও ভুলতে পারবে না আমাকে!
যখন তোমার নিদ্রাহীন দু'চোখের কোণে জল,
শরীরে ভয়ঙ্কর আঘাতের রক্তাক্ত ক্ষত ,
মনে উঁকি মারে মৃত্যুকে আলিঙ্গনের বাসনা ,
তুমি কি মনে করে আমি হারিয়ে গেছি -
তোমাকে ভুলে নতুনের আশায় মত্ত ? কখনও না !
তোমার যন্ত্রণা গুলো আমার দুচোখে রক্ত হয়ে ঝরছে, তুমি হয়তা তা জানোনা !
তোমার মনের অনুভূতি গুলো কি অভিনয় ?
তুমিতো বহুরুপী নও ! ধীর চিত্তে অনুভুব করও।
তুমি যে আমার শুন্য জীবনের অনন্যা ,
সকল শূন্যতাকে পূর্ন করেছো ভালোবাসা দিয়ে!
তবে কেন ক্ষণে ক্ষণে বিষের ছোবল ?
একরতি বিষ দাও মৃত্যুকে আলিঙ্গন করি !
বেঁচে থেকেও মরে আছি তুমি তা জানোনা !