0 People read 0 Received Responses 0 Received Ratings
Share with your friends :
About Sthita Sangsthita
পরিচিত: লেখিকা স্থিতা সংস্থিতার 'লেখিকা' হিসেবে আত্মপ্রকাশ ২০১৬ সালে ফেসবুক ম্যাগাজিন ইচ্ছে ডানার মাধ্যমে। তারপর বার্ণিক প্রকাশনা থেকে প্রথম একক ছোটগল্প গ্রন্থ 'ভার্জিনিটি'র প্রকাশ ২০১৭ সালে। এর পাশাপাশি কবিতা গ্রন্থ 'মন ছুঁতে চেয়ে', 'শাওনে সিক্ত দুজনে' প্রকাশিত হয়। অন্বেষা প্রকাশন...More
Update About Me
About Author
পরিচিত: লেখিকা স্থিতা সংস্থিতার 'লেখিকা' হিসেবে আত্মপ্রকাশ ২০১৬ সালে ফেসবুক ম্যাগাজিন ইচ্ছে ডানার মাধ্যমে। তারপর বার্ণিক প্রকাশনা থেকে প্রথম একক ছোটগল্প গ্রন্থ 'ভার্জিনিটি'র প্রকাশ ২০১৭ সালে। এর পাশাপাশি কবিতা গ্রন্থ 'মন ছুঁতে চেয়ে', 'শাওনে সিক্ত দুজনে' প্রকাশিত হয়। অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল কবিতা গ্রন্থ 'হৃদয় এক্সপ্রেস' প্রকাশিত হয়। ২০১৯ এ সোনাঝরি প্রকাশনা থেকে প্রকাশিত হয় 'স্বয়ংসম্পূর্ণা' একক গল্প গ্রন্থ। পাশাপাশি আখরকথা প্রকাশনা থেকে 'পুংচরিত - গল্প সংকলন' টি সম্পদনা করেন এবং সফল হন।
অন্বেষা প্রকাশন থেকে 'অন্বেষা কবি গৌরব সম্মান ১৪২৫', 'অন্বেষা বিশেষ সাহিত্য সম্মান ২০২০' লাভ করেন। লেখিকার লেখা 'এমন কি বড় ব্যাপার' ২০১৭ সালে, 'পদক্ষেপ', ২০১৮ সালে ফিল্ম কন্টেন্ট রাইটিং-এ স্ক্রিনশর্ট ফেস্টে বিশেষ সম্মান লাভ করেন। ২০২০ তে 'ফ্রেন্ডলিস্ট এডিটেড' গল্পটি স্ক্রিনশর্ট ফেস্ট ২০২০ তে ফিল্ম কন্টেন্ট রাইটিং অ্যাওয়ার্ড, ফাস্ট রানার আপের সম্মান লাভ করে।
লেখিকা নিজস্ব একক গ্রন্থের পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিন, সংকলনে লেখালিখি করেন ও বিভিন্ন সংকলন সম্পাদনার কাজ করেন। সম্প্রতি লেখিকার থ্রিলার গল্প 'প্রতিশোধের গন্ধ' প্রথম সারির ম্যাগাজিন নবকল্লোল মে সংখ্যা ২০২০ তে প্রকাশিত ও প্রশংসিত হয়েছে।