তন্ময় সিংহ রায় - (25 December 2020)অনেক সমৃদ্ধ ও আমার এক অত্যন্ত প্রিয় পত্রিকা 'জেনেসিস বার্তা।'
10
About
এখন সারা পৃথিবী জুড়ে এক দু্ঃসহ পরিস্থিতি।সবার মন অশান্ত। তাই জেনেসিস বার্তা, মাসিক পত্রিকা ও ম্যাগাজিন (১০ বছর অতিক্রান্ত) আয়োজিত ফটোগ্রাফির এক ই – প্রদর্শনীর আয়োজন করেছে।মোট ২৩ জন ফটোগ্রাফার ৭৫ টি ছবি দিয়েছেন।জেনেসিস বার্তা পরিবার সকল ফটোগ্রাফারদের জানায় আন্তরিক অভিনন্দন।