0 People read 0 Received Responses 0 Received Ratings
Share with your friends :
About Debjit Maity
দেবজিৎ মাইতি -জন্ম ১৯৯৭ সালের ২৫শে সেপ্টেম্বরে হুগলী জেলার ধানিয়াখালীতে।একাদশ-দ্বাদশের পড়াশোনা শেষ হয়েছে ধানিয়াখালী মহামায়া বিদ্যামন্দির থেকে।তারপর পড়াশোনার সূত্রেই কলকাতায় পাড়ি দেওয়া।সাগর দত্ত মেডিক্যাল কলেজ থেকে ২০১৮ সালে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনলোজিতে ডিপ্লোমা পাস করে...More
Update About Me
About Author
দেবজিৎ মাইতি -জন্ম ১৯৯৭ সালের ২৫শে সেপ্টেম্বরে হুগলী জেলার ধানিয়াখালীতে।একাদশ-দ্বাদশের পড়াশোনা শেষ হয়েছে ধানিয়াখালী মহামায়া বিদ্যামন্দির থেকে।তারপর পড়াশোনার সূত্রেই কলকাতায় পাড়ি দেওয়া।সাগর দত্ত মেডিক্যাল কলেজ থেকে ২০১৮ সালে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনলোজিতে ডিপ্লোমা পাস করে বেরোনোর পর প্রথম চাকরি করতে যাওয়া উত্তরে, সুন্দরবনের কাছের কিছু গ্রামে ।জীবনের অত্যন্ত মূল্যবান দেড় বছর কাটাই সেখানেই।বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেজে (নাইসেড) মেডিক্যাল টেকনলোজিস্ট পদে কর্মরত।