কবি শুভজিৎ বিশ্বাসের শিক্ষাজীবন শুরু হয় চিতুড়ী দক্ষিণ পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে তারপর বালতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ এবং তারপর বিজ্ঞান বিভাগ নিয়ে বিথারী কালীপ্রসন্ন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ।
বর্তমানে টাকি সরকারি...More
কবি শুভজিৎ বিশ্বাসের শিক্ষাজীবন শুরু হয় চিতুড়ী দক্ষিণ পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে তারপর বালতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ এবং তারপর বিজ্ঞান বিভাগ নিয়ে বিথারী কালীপ্রসন্ন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ।
বর্তমানে টাকি সরকারি মহাবিদ্যালয়ে ফিজিক্স অনার্স নিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র।
সাহিত্য চর্চা :- ছোটবেলা থেকে লেখালেখি শুরু করেন।
অষ্টম শ্রেণীতে পড়া চলাকালীন প্রথম 'রংখেলা' কবিতা প্রকাশিত হয় বালতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যাগাজিন ' অভিষেক' পত্রিকায় প্রকাশিত হয়। তারপর বেশ কয়েক বছর পর
২০২১ এর মার্চ মাসের পর থেকে পরপর চারটি কবিতা (মা মানে, মৃত বহনকারী গঙ্গা, ছেঁড়া স্বপ্ন, পরীক্ষা বাতিলের পর ) বসিরহাটের পরিমল দে সম্পাদিত 'ইছামতি সংবাদপত্র' এ প্রকাশিত হয়।
পৃথ্বীজ গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় কবিতা- সংকলনে লেখা কবিতা 'মৃত্যু পথযাত্রী' প্রকাশিত হয়েছে এবং আরও কয়েকটি লেখা আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে।
কবিতা ছাড়াও আরও বেশ কিছু গল্প (যেমন ডিটেকটিভ ও শিক্ষানীয় ভৌতিক গল্প) অপ্রকাশিত আছে।