ভবঘুরে ছদ্মনাম। ফেসবুকে বাবু রাজা প্রথম আত্মপ্রকাশ করেন ২০১৬ সালের আগস্ট মাসে। লেখালেখি শুরু ছোটো থেকেই। স্কুল ম্যাগাজিনে হাতেখড়ি। লটারি সংবাদ, নির্ভীক সংবাদ, রূপসী বাংলা, সোনার তরী ইত্যাদি বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশ পায়। প্রচার বিমুখ উদাসীন ঘাড়ত্যাড়া লেখকের জন্ম ১৯৮৭...More
ভবঘুরে ছদ্মনাম। ফেসবুকে বাবু রাজা প্রথম আত্মপ্রকাশ করেন ২০১৬ সালের আগস্ট মাসে। লেখালেখি শুরু ছোটো থেকেই। স্কুল ম্যাগাজিনে হাতেখড়ি। লটারি সংবাদ, নির্ভীক সংবাদ, রূপসী বাংলা, সোনার তরী ইত্যাদি বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশ পায়। প্রচার বিমুখ উদাসীন ঘাড়ত্যাড়া লেখকের জন্ম ১৯৮৭ সালের এপ্রিল মাসের ২০ তারিখে, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহাকুমার অন্তর্গত বেনীপুর গ্রামে ধনী পরিবারে। পারিবারিক বিপর্যয়ে নিঃস্ব হওয়ার কারণে শৈশব বেশ কষ্টে কাটে। গ্রামের স্কুল জীবন শেষ করে কোলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং কলা বিভাগে স্নাতক এবং পরবর্তীতে স্নাতকোত্তর। বাদ্যযন্ত্রে স্নাতকোত্তর। কারিগরি ও প্রযুক্তিতে বিশেষ পারদর্শী, কম্পিউটার ও মোবাইল হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারে সিনিয়র ডিপ্লোমা।
জীবনে বহু ঘাত প্রতিঘাত প্রাপ্ত ভবঘুরে সমাজের নীচুস্তর থেকে উচ্চ স্তরের সবরকম জীবনে অভ্যস্ত। আদর্শ আর হার না মানার অসম্ভব জেদে বহু আঘাতে জর্জরিত ভবঘুরের কলম থেমেছে বহুবার। আবার সেই কলমকেই আঁকড়ে ধরে বাঁচার মানে খুঁজে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে শুধু ঘুরে ঘুরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত প্রাণ ভবঘুরে মানবধর্মকে শ্রেষ্ঠ ধর্ম মেনে লড়াই জারি রেখেছেন।
ফেসবুকে প্রথম লেখা " অবাঞ্ছিত কন্যা " লিখালিখি গ্রুপে প্রকাশ পায়, যা প্রথম আবির্ভাবেই সাড়া পড়ে। তারপর বিভিন্ন গ্রুপে নানান ধরনের লেখা প্রকাশ পায়। শব্দতরী, লেখার রাজ্য, লিখালিখি, প্রতিলিপি, গল্প গুচ্ছ, বইপোকার কলম, ইচ্ছে ডানা, উজান কথা, সৃজন, সৃজন বাংলা, বলাকা, গঙ্গা পদ্মা সাহিত্য ধারা, শপিজেন বাংলা, গল্পের সন্ধানে, আমরা কলমচি, ঋত্বিক, আলোনিকা, অকপট, ফ্যানপোষ্ট, পেন্সিল, গল্পের জাহাজ প্রভৃতি শতাধিক গ্রুপে লেখা নিয়মিত প্রকাশ পায়। কয়েকটি বিখ্যাত গ্রুপের এডমিন হিসেবে কাজ করেছেন। জনপ্রিয় এপস প্রতিলিপি এবং শপিজেন এ অনেক লেখা ইবুক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। অনলাইন ইবুক হিসেবে প্রথম উপন্যাস "রাজর্ষি" শপিজেন বাংলা থেকে প্রকাশিত।
ছোটো গল্প, বড় গল্প, কবিতা, প্রবন্ধ, রম্য রচনা। রোমান্টিক, কমেডি, ট্রাজেডি, হাস্যরসের মধ্যে উল্লেখ যোগ্য হল অবাঞ্ছিত কন্যা, মা, জয়, বাঁচার লড়াই, ঋষির ঠাকুর দেখা, পাতা কলম সিরিজ, ফিরে পাওয়া, তিলোত্তমা, বোকা প্রেমিক, অনামিকা, প্যারিসের আকাশ, বিপদ পথে ঘাটে, বিপদ যখন ভয় পায়, বিপদ যখন অনুঘটক প্রভৃতি। ইউটিউব চ্যানেল, শারদীয়া সংকলন, অনলাইন ইবুক প্রভৃতিতে অনেক লেখা প্রকাশ পেয়েছে।
বিপদ সিরিজের গল্প গুলি শিশুসাহিত্য হিসাবে আবাল বৃদ্ধ বণিতা সবার মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।