লেখাপড়া ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে, পেশা বাণিজ্যিক অনুবাদ। প্রথম ছোট গল্প প্রকাশ পেয়েছিল সানন্দা পত্রিকায়, ২০০৯ সালে। তারপর থেকে আজ পর্যন্ত সানন্দা, উনিশ কুড়ি, দেশ, ফেমিনা, বৃশ্চিক ইত্যাদি একাধিক প্রথম সারির পত্রিকায় ও সংকলনে গল্প প্রকাশিত হয়ে চলেছে।শুধু বড়দের লেখাই নয়, ছোটদের...More
লেখাপড়া ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে, পেশা বাণিজ্যিক অনুবাদ। প্রথম ছোট গল্প প্রকাশ পেয়েছিল সানন্দা পত্রিকায়, ২০০৯ সালে। তারপর থেকে আজ পর্যন্ত সানন্দা, উনিশ কুড়ি, দেশ, ফেমিনা, বৃশ্চিক ইত্যাদি একাধিক প্রথম সারির পত্রিকায় ও সংকলনে গল্প প্রকাশিত হয়ে চলেছে।শুধু বড়দের লেখাই নয়, ছোটদের জন্যও গল্প বেরিয়েছে আমপাতা জামপাতা, রং বেরং প্রভৃতি মুদ্রিত পত্রিকায় এবং জয়ঢাক, ম্যাজিক ল্যাম্প, একপর্ণিকার মতো জনপ্রিয় ওয়েব ম্যাগাজিনে। গল্প সংকলন মেঘ বৃষ্টি রোদ্দুর প্রকাশিত হয়েছে ২০১৮ সালে কলকাতা বইমেলায়।