দুটো জীবনকে মানিয়ে চলতে হয় আমায়।যখন অফিসে তখন সাহিত্যের একদম বিপরীতে যাপন।ঘরে ফিরে এসে আমার ভালোবাসার নিজস্ব সাহিত্যের জীবন।তখন নিজেকে পূর্ণাঙ্গ মানুষ ভাবি।পড়ি আর লিখিও তখন।ছোটো থেকেই লিখি সাহিত্যের ভালোবাসার টানে। দুঃখ হয় অফিসের কাজের চাপে বই পড়তে দীর্ঘ সময় লেগে...More
দুটো জীবনকে মানিয়ে চলতে হয় আমায়।যখন অফিসে তখন সাহিত্যের একদম বিপরীতে যাপন।ঘরে ফিরে এসে আমার ভালোবাসার নিজস্ব সাহিত্যের জীবন।তখন নিজেকে পূর্ণাঙ্গ মানুষ ভাবি।পড়ি আর লিখিও তখন।ছোটো থেকেই লিখি সাহিত্যের ভালোবাসার টানে। দুঃখ হয় অফিসের কাজের চাপে বই পড়তে দীর্ঘ সময় লেগে যায়।সতেরো বছর বয়সে এক বহুল প্রচারিত দৈনিকে সাহিত্যের পাতায় গল্প প্রকাশিত হয়,কুড়িটাকা সান্মানিক জোটে। খুব সুখের স্মৃতি ওটা।প্রান্তিক মানুষের জীবন আমাকে টানে।ওদের দুঃখ কষ্টের ভাগীদার হতে ভালো লাগে।আমি কোন ধর্মে যেমন বিশ্বাস করিনা আবার বকধার্মিক ও নই।আমায় অধার্মিক বললেই ভালো লাগে।সেই চিরন্তন একমাত্র ঈশ্বরের খোঁজে আছি।