0 People Listen 0 Received Responses 0 Received Ratings
Share with your friends :
About Sangita's Novels
চকদাহ কলেজে geography honars নিয়ে graduation করার পর ,এখন B.ed করছি। আমার লেখা শুরু হয় ছোটো বেলায় খাতায় হাবিজাবি দিয়েই, তারপর fb তে লেখালিখি শুরু করি। কখনো মন খারাপে , বা অন্যায়ের প্রতিবাদ না করতে পারলে সেটা গল্প কবিতার মাধ্যমেই মানুষের সামনে তুলে ধরার, একটা পদ্ধতি হিসেবে আমি লেখালিখি কেই অবলম্বন...More
চকদাহ কলেজে geography honars নিয়ে graduation করার পর ,এখন B.ed করছি। আমার লেখা শুরু হয় ছোটো বেলায় খাতায় হাবিজাবি দিয়েই, তারপর fb তে লেখালিখি শুরু করি। কখনো মন খারাপে , বা অন্যায়ের প্রতিবাদ না করতে পারলে সেটা গল্প কবিতার মাধ্যমেই মানুষের সামনে তুলে ধরার, একটা পদ্ধতি হিসেবে আমি লেখালিখি কেই অবলম্বন করেছি! সাইকোলজি বিষয়ের উপর ইন্টারেস্ট আছে, আমার মনে হয় পুরো পৃথিবী কে জানার জন্য যেমন জিওগ্রাফির প্রয়োজন আছে, তেমনি বর্তমান টেকনিকেল যুগে নিজেকে স্ট্রেস থেকে মুক্ত করার ক্ষেত্রেই হোক বা মানুষ চেনার জন্যই হোক কিংবা সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য, সাইকোলজি বিষয়ে কিছুটা হলেও সবার জানা দরকার। একটা বাচ্চাকে যদি সঠিক ভাবে আমরা মানুষ করতে পারি, তাহলে গোটা সমাজের অবলম্বন হয়ে উঠতে পাড়বে সে কিন্তু তার জন্য বয়েশের সাথে সাথে তার পরিবর্তন গুলো বুঝে তাকে সঠিক পথে পরিচালনা করা উচিত , সেখানেও কিন্তু সাইকোলজির গুরুত্ব অপরিসীম!প্রেম, ভালোবাসা,মন,অবচেতন মন এবং সেখানে অবস্থিত আমাদের আত্মা , সম্পর্কের সমীকরণ ই বলুন আর একটা বয়েশের পর যৌনতাই বলুন সব কিছু কিন্তু সাইকোলজির অন্তর্গত। আমরা যদি বুঝে শুনে এগিয়ে যাই, তাহলে জীবন টা অনেকটাই সহজ হয় ।তাই বর্তমান সমাজের পরিস্থিতি এবং মানুষের মনের ভাবধারা , ভালোবাসার সঠিক ব্যাখ্যা কিংবা আত্মার সন্ধান সব কিছু মিলিয়েই, আমি চেয়েছি একটা অন্যধারার গল্প তৈরি করতে ।যে গল্প শুধু মানুষের অবসরেই সঙ্গী হবে না, তার জীবন পথে সঠিক দিশায় এগিয়ে যেতে সাহায্য করবে।
এছাড়া ও ঘুরে বেড়ানোর ইচ্ছে প্রবল, যেটুকু জীবনে ঘুরতে পেরেছি তার কিছুটা গল্পেও প্রকাশ করেছি কোনো কোনো সময়। আসলে আমাদের জীবনের সব কিছু মিলিয়েই তো গল্প। কোনটা সত্যি, কোনটা বা তৈরি করা হয়েছে মানুষেরই জন্য।
প্রত্যেকের জীবনেই কিছু গল্প থাকে, অনেকসময় সেগুলো বই এর পাতার সাথে মিলে যায়। তবে সেই নিয়ে বেশি না ভাবাই ভালো!
আমি প্রথমেই ঠিক করেছি আমার এই গল্পের জগতে যেটুকু উপার্জন হবে সেটা কোনো আশ্রম কিংবা হতো দরিদ্র মানুষের জন্য প্রদান করা হবে।
আশা আছে আরো অনেক কিছুই,,,,,,,,,এখন শুধু অপেক্ষা আর কঠিন পরিশ্রম করে যেতে হবে!
আশা করি আমার পাঠকদের আগের মতোই আমার পাশে পাবো!