সম্পাদকের কথা ××××××××××××× অমল বন্দোপাধ্যায় ৪২ বছর বিশ্বস্ত প্রেমিকার সঙ্গে পথ চলা। প্রেমিকাটি তাপ উত্তাপ নামক একটি স্বপ্ন- পত্রিকা। আসানসোলের মিশ্র কালচারের নাগরিক সভ্যতায়, মানুষের সঙ্গে থেকে সাহিত্য পত্রিকা প্রকাশ, ভাবা যায়? কখন যেন চার চারটি দশক পেরিয়ে গেল। কোভিড-১৯ এর দাপটে যখন তাপ উত্তাপের নি: শ্বাস বন্ধ হবার যোগার তখন ই. ম্যাগাজিনের দ্বারস্থ। জানি না তাপ উত্তাপের নব যুদ্ধ পাঠকের কেমন লাগবে।