খাঁচায় বন্দী একটি পাখি যতদিন বাঁচে, তার চেয়ে অধিক দিন বেঁচে থাকে মুক্ত আকাশে বিচরণকারী পাখিরা। কারণ তারা স্বাধীনভাবে চলতে পারে। প্রত্যেকটা প্রাণীরই বেঁচে থাকার জন্য নিজস্ব স্বাধীনতা থাকা আবশ্যক, নয়তো সমাজরূপী সোনার খাঁচায় আবদ্ধ হয়ে সে একদিন চলার ভাষাই হারিয়ে ফেলতে পারে।