পূর্বা ঘোষ - (08 July 2022)নিরন্তর প্রচেষ্টা, হতাশার পর ইতিবাচক পরিসমাপ্তি র কাহিনী পড়তে বড় ভালো লাগে। মনেহয় পৃথিবীটা অবশ্যই এখনও সবার জন্য বাসযোগ্য আছে। খুব ভালো লেগেছে।
11
ডাঃ পরমেশ ঘোষ - (06 July 2022)ওষুধে দাঁত গজানোর স্বপ্ন অথবা বিবর্ণ পাতায় সুবর্ণ রেখা জাগিয়ে তোলার স্বপ্ন সফল করার এ ডায়েরী ভারতবর্ষের অনেক শিক্ষিত বেকারকে গবেষণা ক’রতে অনুপ্রাণিত ক’রুক – যাতে মানুষ আরও সুস্থ, সমৃদ্ধ হ’য়ে বাঁচতে পারে। শতরূপার সাহায্য ও প্রেরণা পাওয়া ভাগ্যের কথা; দেশের সরকার ও বিশ্ববিদালয়গুলিরও কিছু ভূমিকা থাকবে – আশা ক’রি। ডায়েরী লেখা শুরু হ’য়েছে এক ডিসেম্বরে; তারপরে দু-বছরের ঘটনার বিবরণ দিয়ে ডায়েরী লেখা শেষ হ’য়েছে তৃতীয় ডিসেম্বরে; তারিখগুলোতে দিন ও মাসের সঙ্গে সাল দিলে ভালো হ’তো – ধরুন, ডায়েরীর শেষ ঘটনার তারিখ – ২৫শে ডিসেম্বর, ২০২২।
12
Arkajit Dasgupta - (03 July 2022)রোজ কত কি ঘটে যাহা তাহা! এমন কেন সত্যি হয়না আহা! দু একটা ছোট্ট বানান ভুল দেখলাম মনে হল। তবে এমন অসামান্য মায়াময় লেখনীর মাঝে সেসব কোথায় হারালো কে জানে! সব মেধাবী ভারতীয়ের জীবনে এ স্বপ্ন সত্যি হোক! ❤️❤️
বড়দের ও ছোটদের গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটক, বিজ্ঞান, চিকিৎসা কল্পবিওজ্ঞান প্রভৃতি বিষয়ের ওপর দীর্ঘকালের লেখক। বহু পত্রিকার লেখক। এ পর্যন্ত প্রকাশিত বই ছয়টি। আবর্তন, আলোর ঠিকানা, অর্ধাঙ্গিনী, বন্ধ দরজার ওপারে, কৈলাসে রোবিয়েট, হাসির ছররা।
বড়দের ও ছোটদের গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটক, বিজ্ঞান, চিকিৎসা কল্পবিওজ্ঞান প্রভৃতি বিষয়ের ওপর দীর্ঘকালের লেখক। বহু পত্রিকার লেখক। এ পর্যন্ত প্রকাশিত বই ছয়টি। আবর্তন, আলোর ঠিকানা, অর্ধাঙ্গিনী, বন্ধ দরজার ওপারে, কৈলাসে রোবিয়েট, হাসির ছররা।
Book Summary
আমার এই গবেষণা তাদের খুব পছন্দ হয়েছে। তারা এটার পেটেন্ট আমাকে নেওয়ার ব্যবস্থা করে দেবে। আমি ইচ্ছে করলে জার্মানিতে গিয়ে এই প্রজেক্টের বাকি অংশ করতে পারব। এরপর বাকি সব কাগজপত্র আমার ইমেল ঠিকানায় পাঠিয়ে দেবে বলে বলল।
আমার কানের কাছে শুধু ভাসছিল সেই কথাটাঃ সো হোয়াট? ইউ আর এ জিনিয়াস।