আমি সত্যিই জানি না যে এ'সব আদৌ ঘটেছিল কিনা। তবে আজ না তোমার কথাগুলো অবিশ্বাস করতে মন চাইছে না। হয়তো বা ঘটেছিল! কিন্তু আমি এটা উপলব্ধি করতে পারি যে, আমাদের ভালোবাসা মাত্র সাত বছরের নয়। আরও আগে থেকে লেখা হয়েছিল আমার আর তোমার ভালোবাসার গল্পটা। কিন্তু সেটা ঠিক কবে থেকে, তা আমার মনে পড়ে না। জন্মান্তর বলে যদি সত্যিই কিছু হয়ে থাকে, তবে প্রতিটা জনমেই আমি শুধু তোমায় পেতে চাই। শুধু তোমায়...