শতাব্দী চক্রবর্তী - (04 January 2023)ছোট্ট চঞ্চল পাহাড়ি অনাথ বিজয়ের জন্য মনো কষ্ট হল। পাহাড় মায়াবী অলৌকিক তার সৌন্দর্য আবার অলৌকিক কত গল্প কথা তার খাঁজে লুকিয়ে আছে। সুন্দর লিখেছেন কিন্তু কোন স্তবক ভাগ করেননি। একটানা লিখে গেছেন। কথোপকথনগুলো পরপর লাইনে সাজিয়ে লিখলে আরও ভালো লগতো। অপান্তেও নয় ওকা অপাংক্তেয় হবে। একটু দেখলে ভালো হয়।
কথায় বলে " অসির চেয়ে মসি বড়", জগৎ-খ্যাত হতে গেলে পাঠকগণের ভালোবাসা ঝুলি ভরে জোগাড় করো।।
Book Summary
দুর্গাপুজোর পর ঘুরতে যাওয়াটা বাঙালির একটা নেশা আর আমিও তার ব্যতিক্রমী না। তাই ভ্রমণ পিপাসু মনকে শান্ত করতে পাহাড়ের মায়াবী হাতছানিতে সাড়া দিয়ে কি রোমহষর্ক মায়াবী রাতের অভিজ্ঞতা হয়েছে সেটাই তুলে ধরেছি আমার লেখা "মায়াবী রাতের হাতছানি ' গল্পের মধ্যে দিয়ে আপনাদের কাছে ।