ডাঃ পরমেশ ঘোষ - (04 February 2023)• ভালো লাগলো ব্যাঙ্গালোরের স্টুডেন্টদের চড়ুইভাতি করার গল্প।
• অনেক জায়গায় জিজ্ঞাসার চিহ্ন (?), কমা (,) বা দাঁড়ি (।)এর পরে কোনো ফাঁক না রেখে, পরের শব্দটি লেখা হ’য়েছে কয়েক জায়গায়; এতে দুটি শব্দ জুড়ে একটি শব্দ হ’য়েছে। কয়েকটা উদাহরণ দিলাম:- “গরমকাল,বাঙালির”, “ভাবছেন,শিরোনামে”, “আসা।এখানে”, “হবে?গ্যাস”, ইত্যাদি
কথায় বলে " অসির চেয়ে মসি বড়", জগৎ-খ্যাত হতে গেলে পাঠকগণের ভালোবাসা ঝুলি ভরে জোগাড় করো।।
Book Summary
ভয়ে ভয়ে রওনা হলাম করতে চড়ুইভাতি। যদিও প্রিন্সিপালের কাছে পরে অনেক বকা খেয়েছিলাম..........কেন বকা খেয়েছিলাম? কি কারণে ভয়ে ভয়ে গিয়েছিলাম? সব জানতে অবশ্যই পড়ে দেখুন আমার লেখা"চড়ুইভাতি জমজমাটি".....৷৷