• X-Clusive
একলা আমি
Social stories
ডাঃ অরুণ চট্টোপাধ্যায় - (07 July 2022) 5
স্তন হল একটি নারীর দেহের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ। এটিতে শুধু রূপ বিকশিত হয় তাই নয় প্রতিষ্ঠিত হয় তার মহিমাও। তাই স্তন নারীদের গর্ব। প্রত্যেক দেশের প্রত্যেক নারী চায় তার স্তনকে সুগঠিত আর সুসজ্জিত দেখতে। কারণ প্রতিটি পুরুষের কাছে নারীর প্রথম আর প্রধান আকর্ষণ হল তার এই স্তন। পুরুষ আদর্শের যত পরাকাষ্ঠাই দেখাক না কেন স্তনহীনা কোনও নারীর রূপে বা প্রেমে বশীভুত হয় না। এটা পুরুষের কোনও দোষ নয়, এটা প্রকৃতির নিয়ম। স্তনহীনা এক নারীর অন্তরের ব্যথা যে ভাবে এক নারী লেখিকা উপলব্ধি করেছেন আর তা প্রকাশ করেছেন তাতে পাঠক খুব উপকৃত হবেন। গল্পের ভাষা যেমন প্রাঞ্জল তেমনি সহজ সাবলীল। লেখিকা অনাবশ্যক বাগাড়ম্বতার মধ্যে দিয়ে না গিয়ে সোজা বক্তব্যে প্রবেশ করেছেন। এই কলম উৎসাহ পেলে খুবই উন্নতি করবে এ আশা রাখি। পরিশেষে জানাই, নারীর এই দুঃখের দিন হয়ত বর্তমানে আর নেই। এখন অনেক স্তন ক্যানসার সার্জিকাল হেল্প ছাড়া শুধু ওষুধেই ভাল হচ্ছে। লেখিকার জন্যে অনেক শুভেচ্ছা রইল।

0 0


লিখতে ভালবাসি...

Publish Date : 14 Apr 2022

Reading Time :


Free


Reviews : 1

People read : 69

Added to wish list : 0