উজ্জ্বল পদক্ষেপ

উজ্জ্বল পদক্ষেপ


  অনিন্দিতা  দাশ অনিন্দিতা দাশ

Summary

এক অন্য ধারার মা বরণের গল্প।
Short story
শতাব্দী চক্রবর্তী - (05 November 2022) 4
দামিনী স্বয়ং এখানে দেবী দুর্গার রূপ। একটা বাস্তব ঘটনা কল্পনার বেড়াজালে প্রতিষ্ঠা করেছেন। সত্যি তো আমরা ভুলে যাই এগুলো আসলে প্রাকৃতিক কারণ, জন্মগত, হরমোনাল ব্যাপার। পুরুষ পুরুষকে, নারী নারীকে এবং সাম্প্রতিক আমরা সোলোগ্যামি ম্যারেজ দেখলাম, নিজেকেই নিজের বিয়ে করা। তবে কি মানুষের চোখ নিয়ম দিয়ে ঢাকা যায় না। তবুও গল্পের দামিনী শেষ পর্যন্ত স্বার্থক। ও মা জেঠিমাদের বোঝাতে পেরেছে। যদি বাস্তবে ও এত সহজে হত। খুব ভালো লাগলো।

1 0

Chandrani Bhattacharyya - (04 November 2022) 4
খুব ভালো লিখেছেন।সমকামীতা কোনো রোগ বা অন্যায় নয়। আর দুই সমকামী দম্পতির মধ্যে নারী বা পুরুষের রোল প্লে করার ধারণাটা আমাদের মনগড়া। সুতরাং বরণটা দুজনে করলেই ভালো হত।

1 0

ডাঃ পরমেশ ঘোষ - (02 November 2022) 3
সৌভিককে দুর্গাপ্রতিমা বরণ ক’রার অধিকার দেওয়ার জন্যে দামিনীর যুক্তিপূর্ণ বক্তৃতা প্রশংসনীয়। তবে দামিনীর বক্তৃতাই যেন গল্পটির মূল উপজীব্য। দামিনীর বক্তৃতার সঙ্গে সঙ্গে দরকার ছিল সৌভিককে পরিবারের যাবতীয় কাজকর্ম, খেলাধূলা, সুখদুঃখের সামিল করা। দুর্নিবার আর সৌভিক এখনও একান্নবর্ত্তী পরিবারের অংশ নয়। হয়তো, পরের পুজোয় একই বক্তৃতা আবার দিতে হবে। যদি তার আগে কোনো পুরুষের সঙ্গে দামিনীর বিয়ে হ’য়ে যায়, হয়তো দামিনীর যুক্তির ধার কমে যাবে। একান্নবর্ত্তী পরিবার ক্রমশঃই বিরল হ’য়ে আসছে। আইন অনুযায়ী সমকামী প্রেম দাম্পত্য জীবনের জন্যে; একান্নবর্ত্তী পরিবারে সমকামী দম্পতির ভূমিকা এখনও ঠিক জানা নেই।

2 0

Dipanwita DeyRay - (02 November 2022) 4
আহা সুন্দর গল্প গো। স্বয়ং কৃষ্ণ যে মোহিনী রূপ ধরে ইরাবনের স্ত্রী হয়েছিলেন আমরা ভুলে যাই বারবার। প্রেম তো সমকামী বা বিসমকামীতার গন্ডীতে সীমাবদ্ধ থাকেনা। তবে আচার, আচরণ, নিয়ম কেন থাকবে? মা দুর্গা তো সকল ভালো আর সকল আলোর রূপ। তবে একটা কথা বলি সমকামী সম্পর্কে সাধারণত কেউ স্ত্রী বা পুরুষ এই রোলটা প্লে করেননা। এখানে দুজনেই বরণ করার কথা বললে ভালো হতো আরও। এই একজন ডমিনেন্ট আর একজন প্যাসিভ এই ভাবনা থেকেও মুক্তি চাই।

1 0


@ অকারণের সুখে কলমে

Publish Date : 01 Nov 2022

Reading Time :


Free


Reviews : 4

People read : 60

Added to wish list : 0