সাজুর প্রেম

সাজুর প্রেম


Nazir Biswas Nazir Biswas
Romance Story
ডাঃ পরমেশ ঘোষ - (06 January 2023) 3
• গল্পটি পড়ে ঠিক ভূতের গল্পের শিহরণ বা মাধুর্য্য অনুভব ক’রতে পারলাম না; করুণা জাগলো সাজুর জন্যে, কিছুটা রতনের জন্যেও। সাজু কি স্বাবলম্বিনী হ’তে পারেনি, তাই কি ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে ক’রতে হ’য়েছে? বিয়েতে রাজী হবার আগে সাজু কি অমলের সঙ্গে পরামর্শ করার সুযোগ পেয়েছিল? অমল কি কখনও সাজুকে বিয়ে করার দায়িত্ব নিতে চেয়েছিল? গল্পের শেষে অমলের মৃত্যু সংবাদ পাওয়া না গেলে, পাঠকের এই ধারণা থাকতো যে অমল অনেকদিন আগেই মারা গেছে, এরকম দায়িত্ববোধহীন যুবকের বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে খুব একটা তফাৎ নেই। • মাইক্রো ওভেন কীধরণের ওভেন? যদি মাইক্রোওয়েভ হয়, তবে ‘কাঁসার বাটিতে তেল নিয়ে মাইক্রো ওভেনে গরম’ করা যায় না। মাইক্রোওয়েভে ধাতুর পাত্র ব্যবহার করা যায় না। • কয়েকটি সংশোধন ক’রলে ভালো হয়। উদাহরণ ‘শ্রেণিতে’ >> ‘শ্রেণীতে’, 'নিজদের’ >> 'নিজেদের’, ‘একশোই একশো’ >> ‘একশোয় একশো’ , ‘উদ্ধার উদ্ধার করা’ >> ‘উদ্ধার করা’, ‘তারজন্য’ >> ‘তার জন্য’, খেঁটে >> খেটে, চায়বে >> চাইবে, আঁটকে >> আটকে, ‘হা করে’ >> ‘হাঁ করে’, ‘থাকা চায়’ >> ‘থাকা চাই’, হ্নতদন্ত >> হন্তদন্ত ইত্যাদি • কমা (,) বা দাঁড়ি (।)এর পরে কোনো ফাঁক না রেখে, পরের শব্দটি লেখা হ’য়েছে কয়েক জায়গায়; এতে দুটি শব্দ জুড়ে একটি শব্দ হ’য়েছে। এতে শব্দসংখ্যা কম দেখাবে। উদাহরণ:- “কলম।তুমি”,“বাবা,ক্ষমা”, ইত্যাদি

0 0

শতাব্দী চক্রবর্তী - (04 January 2023) 5
অপূর্ব প্রেমের গল্প। ভালোবাসা বেঁচে থাকে স্মৃতিতে, কল্পনায় আর মায়াবী রাতে। সাজু অমলকে ভালোবেসেছিল আর রতনকে বিয়ে করেছিল। বুদ্ধদেব গুহ'র কথায় "প্রেমিককে বিয়ে করলে সে প্রেম মারা যায়"। অমল তাকে শেষ দেখা দিতে এসেছিল তার চাঁদের আলোয়। খুব ভালো লাগলো দাদা তবে কিছু বানান ভুল আছে। হন্তদন্ত। কিছু বানানে অকারণে চন্দ্রবিন্দু পড়েছে। আঁটকে, খেঁটে, দৌঁড়ে ইত্যাদি। এগুলো দেখবেন।

0 0

ডলি ভট্টাচার্য - (04 January 2023) 5
ভীষণ সুন্দর লিখেছেন দাদা👌

0 0


Publish Date : 04 Jan 2023

Reading Time :


Free


Reviews : 3

People read : 50

Added to wish list : 0