চিরদিন বলে কিছু নেই । এই পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী । প্রেম, ভালোবাসা, আদর, সোহাগ টাকা পয়সা, সুনাম, বদনাম কোন কিছু আমার সাথে যাবে না । এই পৃথিবী থেকে যখন যাব সব ফেলে রেখেই যেতে হবে । কিন্তু মরে গেলে মানুষ কি সব ভূলে যায়? আমি জানি না, হয়তো ভুলে যায় আমার ধারণা । কিন্তু যারা নরকে যায় তাদের সব কিছু মনে থাকে কারণ এই পৃথিবী তোমাকে কষ্ট ছাড়া আর কিছু দেয় না । তাই যারা নরকে যায় তারা পৃথিবীতে পাওয়া যন্ত্রণাগুলো ভুলতে পারে না । সম্ভবত এরকম কোন শাস্তির বিধান নেই । কিন্তু যারা অপরাধ করে তাদের এরকমই শাস্তি দেয়া উচিত । আর যারা অপরাধ করে না তাদের পৃথিবীতে পাওয়া যন্ত্রণা গুলো ভুলিয়ে স্বগীর্য় সুখ অনুভব করা উচিত ।