• 30 April 2020

    কবিতা

    !! খাদ !!

    5 67

    !! খাদ !!

    -ব্রজকিশোর রজক


    তুমি কি নামছো আজ। নামো তবে।

    তোমার বসন্ত তো চলে গেছে দূরে। যাক সব।

    নিভে গেছে রিপুসুখ যত। বৃষ্টি নামুক।

    বীজে বীজে জমে গেছে রেত। শ‍্যাওলাও।


    যে ছেলেটি মারা গেছে। যৌবন মেখে।

    তার স্ত্রী আজ বড় সুখী। শরীরে শরীরে।

    থাকার চিন্তাগুলো নেই আজ। মনে।


    অতএব এসো, মারা যাই আজ। অতীতের থেকে।

    আগামীর আগুনের আলো নিয়ে বুকে। পুণর্জন্ম লোভে।


    না, তেমনটা বলছি না ঠিক। ঠিক ততটাও না।

    ভয়ের সূর্যোদয় থেকে সাহসী আঁধার মাখি এসো। ভীষণ শরীরে।


    শেষ যত সমাপন করে। শুরু থেকে এসো শুরু করি।

    বীজের ভেতর এসো জাগাই অঙ্কুর। আলো ও বাতাসে।


    এসো খাদ থেকে তুলে ফেলি সমস্ত জীবন। নির্ভয়।

    ব‍্যথাদের সাথে এসো লড়াইয়েই নামি। রিপুমুখী হয়ে।।



    Brajokishor Rajak


Your Rating
blank-star-rating
Madhab Mandal - (31 May 2020) 5

1 1