• 26 May 2020

    কথোপকথন

    সংলাপ

    0 22

    -- “ভয় পাও আমাকে ? সত্যি ক'রে বলো।"



    -- “হ্যাঁ, পেলেই হয়। এমনিতেও শাঁখচুন্নিদের ভয় পাবার নিয়ম আছে।"



    -- “মানে ? আমি শাঁখচুন্নির মতো দেখতে ?"



    -- ”না,না। ছিঃ তুমি শাঁখচুন্নির মতো কেন হবে ! বরং শাঁখচুন্নিই তোমার মতো দেখতে। এখন ও যদি তোমার মতো দেখতে হয়, তবে তাতে তোমার কি দোষ ব'লো !"



    -- “যাক, আমাকে শাঁখচুন্নির মতো দেখতে বললে মাথা ভেঙে দিতাম। বেঁচে গেলে।"



    (অতঃপর পৃথিবী আরও একটা গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা পেল।)



    Kaustav Thakur


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!