পর্ণমোচী
বিশ্বাস করুন, ছাড়তে পারিনি আপনাকে একা।
কি জানি, পথে পড়ে আছে কত বিপদ সংকট !
আপনি তো এক কবিতা থেকে অন্য কবিতায়
হেঁটে যেতে গিয়ে ভুলে বসেছেন বিষাদের অঙ্ক।
সে তো মোটেও দোষ কিছু নয় আপনার, কবি।
এমনই হবার কথা ছিল প্রিয় কবিতার উঠোন –
বদলে চিঠি আসে বারবার হিংসার বাড়ি ছুঁয়ে,
নির্বাক শ্রোতা খোঁজে আজও শান্তি একমুঠো।
দু'টো হাত তাও শক্ত ধ'রে আছি। ছাড়িনি একা।
আপনার নামেই কত ফুলশোভা, শ্বেতচন্দন...
মোহ তবু মিশে গেছে এই শরীরে অন্ধের বেশে,
যে হাতে রক্তছাপ, সে হাতেই পাপড়ির গন্ধ !
সমস্ত আলোমাখা পথ যদি শুধু আপনাকে দিই,
যেভাবে আসে ফিরে প্রতিবার বৈশাখে পঁচিশ !
এমনই হবার কথা ছিল। এমনই তবে হোক,
ভালবাসা সব বর্ষকালীন, আর ঈর্ষা পর্ণমোচী।