ভেসে যাওয়ার আগে
-------------------------------
যদি তোমাকে হারাই কখনো
তবে শুধু তোমাকেই হারাব
আর কিছু নয় ।
এখন চাওয়াগুলো অন্য রকম
পাওয়াগুলো মিল খোঁজে পাওয়াদের মাঝে।
চাওয়া পাওয়া বিপরীতে...
চোখ ভেঁজে জলে।
তবুও জল ছল-ছল চোখে
কি নিপুন মায়া-মন্ত্র!
মনে হয় যে হৃদয় গচ্ছিত ছিল
কোন এক কালে
সে হৃদয় কেউ জোর করে নিতে এসেছে
নিজের করে ।
অথবা কখনো কখনো বেদনার তীব্রতা যখন শব্দের সীমা ছাড়ায়
হৃদয়ে এখনো এসে পৌঁছায় দু'একটা ঢেউ এর আঘাত তার ।
চলো এখনো ধুকধুক করে বেঁচে আছে যে হৃদয়
তাঁকে আরো একবার প্রানবন্ত করে তুলি ।
না হলে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে
ভেসে ভেসে যাবে
বেহুলার পরাজিত ভেলা ।