• 12 June 2020

    প্রনব বাবুর লিমেরিক

    ছরায় ছড়া এক ডজন

    0 117

    ।। লিমেরিক -০১ ।।
    প্রণবানন্দ গোস্বামী

    মদনখুড়োর কবি হবার ভীষণ ছিল শখ,

    'ক' লিখতে কলম ভাঙ্গে, কষেন তিনি ছক।
    কবি তাহার হওয়া চাই,
    সহজ পথ খুঁজেন তাই,
    অবশেষে রাস্তা পেলেন, হলেন 'কুম্ভীলক'।

    সুখের পলক সৌদামিনী ঝলক দিয়ে যায়,

    সবাই চায় ধরতে তায় কে ধরিতে পায়।
    সুখ যে হলো মরিচীকা,
    শুধুই তারে যায় তো দেখা,
    ধরতে গেলে দেয় না ধরা, দূরেই চলে যায়।

    ।। লিমেরিক -০৩ ।।



    গিন্নি বলে,'ফরেন' খেলে আমায় ডাকো 'ডিয়ার',

    'জানু' বলে ডাকো খেলে 'বাংলা' কিবা 'বিয়ার'।
    'পেত্নী' বলে ডাকছো আজ,
    কি খেয়েছো? খুলো রাজ।"
    কর্তা বলে, "স্প্রাইট খেয়েছি, দেখছি যে সব ক্লিয়ার।"

    ।। লিমেরিক -০৪ ।।

    কালে কালে হায় আর দেখিব যে কত
    ধরায় 'করোনা' পূজা হৈল প্রচলিত।
    ক্ষেত্র মধ্যে নারীগণ
    একযোগে দিয়া মন
    ফুল ফল নাড়ু যোগে করিতেছে ব্রত।

    নির্বোধ আস্থার কথা কি কহিব আর,
    জ্ঞানী গুণী এর থেকে পান নাই পার।
    যাগ যজ্ঞ আদি করে
    করোনা তাড়ানো তরে
    চুপ করে আছি তবু, জানি অন্তঃসার।

    ।। লিমেরিক -০৫ ।।

    চলতে পথে পান্তুপিসি গাইতেছিলেন গানা,
    বিরক্তিতে পথের কুকুর করল তাকে হানা।
    গর্জে উঠে পান্তুপিসি,
    ভয়ে কুকুর করল হিসি,
    পালিয়ে যে কোথায় গেল নেইতো কারো জানা।

    ।।লিমেরিক -০৬ ।।

    চারিদিকে হুলস্থুল - 'মাতৃদিবস' আজ,

    মায়ের ছবি ফেসবুকে করছে কেমন সাজ।
    কাব্য কথা রাশি রাশি,
    মা'কে কত ভালোবাসি,
    সকল দিনই মায়ের দিন, এটাই আমার রাজ ।

    ।। লিমেরিক -০৭ ।।



    সুরার খুঁজে গিয়েছিলেন কাক ডাকা সেই ভোরে,

    সন্ধ্যেবেলা ফিরেন খুড়া শ্রান্ত কলেবরে।
    বিশাল ছিল লোকের সারি,
    পুলিশ, লাঠি, মারামারি,
    খালি হাতেই ফিরেন খুড়া, দুঃখে নয়ন ঝরে ।

    ।। লিমেরিক -০৮ ।।



    লঙ্কা নুনের পরিমানটা হচ্ছে না আর ভুল,

    বেলন দিয়ে রুটি বেলি, হচ্ছে সেটা গোল।
    লক-ডাউনের ফায়দা নিলাম,
    রান্না করা শিখেই গেলাম,
    ভাবছি মনে হলাম বুঝি 'ভজহরি'র তুল্য ।

    ।। লিমেরিক -০৯ ।।



    আজব যত চিন্তা আসে মদনখুড়ার মনে,

    শ্রীরামচন্দ্র কেন গেলেন 'চৌদ্দ' বছর বনে।
    মন্থরার মন্ত্রণা,
    খুড়ার বাড়ায় যন্ত্রণা,
    'দশ' না হয়ে 'চৌদ্দ' কেন, জিগান জনে জনে ।

    ।। লিমেরিক -১০ ।।



    হাতী নাকি এসেছিল লোকালয়ে ভাই,

    খাবার মাঝে বোমা রেখে শাস্তি দিলো তাই।
    অরণ্যকে দখল করে,
    থাকছে যে কে সুখে ঘরে,
    কার ঘরে কে দিচ্ছে হানা, বুঝতে নাহি পাই ।

    ।। লিমেরিক -১১ ।।



    শিব বাবাজি বলেন ডেকে - বলতো দেখি নন্দী,

    চড়ক মেলায় শূন্য মাঠ, কোন দেবতার ফন্দি?
    নন্দী বলে, জোড় করে,
    দেবতারা সব মরছে ডরে,
    করোনা ভয়ে ভক্ত ভগবান সবাই ঘরে বন্দী ।

    ।। লিমেরিক -১২ ।।


    মিস 'জিনি'র জিন পেলে থাকে নাতো সেন্স,
    বারের মাঝেই শুরু তিনি করে যে দেন ডেন্স।
    বাংলা কথা গিয়ে ভুলি,
    ইংরেজিতে ছুটান বুলি,
    গ্রামার ট্রামার ঠিক থাকে না জেন্ডার কিংবা টেন্স ।



    Asish Basu


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!