• 02 July 2020

    ছোট গল্প

    পুনরাগমন পায়েল বিশ্বাস

    5 171

    "মা, আমি যাই না গো এ বছর প্রথম রথের মেলায় সুমনের সাথে?" তনয়া বলল। অনিমা সাথে সাথে নাকচ করে দিল।

    মেয়ের কাঁদো কাঁদো মুখ দেখে অনিমা আজ থেকে পঁচিশ বছর আগে তার সাথে ঘটে যাওয়া নারকীয় ঘটনা খুলে বলল।

    অনিমার বিয়ের পর স্বামী বিতানের হাত ধরে রথের মেলায় গিয়েছিল। একমাসের গর্ভবতী ছিল। ভেবেছিল ফিরে সে বিতানকে সুখবরটা দেবে। কিন্তু ফেরার সময় পথের নির্জনতায় মানুষরূপী কিছু জানোয়ার বিতানকে মেরে আধমরা করে তাকে ধর্ষণ করে।

    নিজের মার প্ররোচনায় বিতান অনিমাকে ত্যাগ করে। অনেক কষ্টে একটা চাকরি জোগার করে অনিমা তনয়াকে মানুষ করে। এই রথের মেলাতেই বিতানের সাথে প্রেম আর এই রথের মেলাতে যাওয়ার জন্যই বিচ্ছেদ।

    সব জেনে তনয়া তার হবু বর ডাক্তার সুমন গুপ্তকে সব জানালো।

    সুমন বলল," আমি গর্বিত এমন একজন মায়ের মেয়েকে স্ত্রী হিসাবে লাভ করার জন্য। তবে বিতান সেন নামে একজন আমার পেশেন্ট আছেন। "

    রথের দিন সকালে তনয়াদের বাড়িতে সুমন বিতানকে নিয়ে গেল। অনিমাকে দেখে বিতান চোখের জল ফেলে বার বার ক্ষমা চাইল তার কৃতকর্মের জন্য।


    ক্ষমা করল অনিমা। তনয়া নিজের বাবাকে ফিরে পেল। বিকেলে শুধু তনয়া সুমন নয়, বিতানের হাত ধরে অনিমাও রথের মেলায় গেল। রথের দড়িতে টান দিয়ে তাদের হারিয়ে যাওয়া প্রেমের নবজন্ম হল।



    Payel Biswas


Your Rating
blank-star-rating
Tarun Indu - (11 July 2020) 4
অপূর্ব ভাবনার প্রকাশ ম্যাম। শুভেচ্ছা অন্তহীন

1 0