• 08 July 2020

    বনগাঁবাসি পিসিমাসি

    বনগাঁবাসি পিসিমাসি

    0 30

    বনগাঁবাসি পিসিমাসি

    শংকর দেবনাথ


    বনগাঁবাসি পিসি-মাসির

    বনের ধারে ঘর ছিল,

    ইচ্ছামতি নদীর গতি

    পাশ দিয়ে তরতর ছিল।


    গাছের ডালে গাইত পাখি

    বাইত মাঝি নৌকা যে,

    নদীর তীরে আসত ধীরে

    গাঁয়ের মেয়ে-বউ কাজে।


    খেলতো শিশু মেলতো ডানা

    তাইরে নানার ছন্দে সে,

    বুনো ফল আর ফুলের বাহার

    ফিরতো খুঁজে বনদেশে।


    বুকের মাঝে সকাল সাঁঝে

    বইত খুশির ঝর্ণা রে,

    ঝরিয়ে হাসি বলতো মাসি

    "খই-মোয়াটা ধর না রে।"


    সেদিন বাসি। কোথায় মাসি?

    কোথায় পিসির মুখ সে যে?

    কোথায় নদীর উছল গতি?

    পানার ভারে ধুঁকছে যে।


    নেই সে বন আর। অপুর মন আর

    দুর্গাদিদির পথচলা,

    কার ভীতিতে প্রকৃতি মা'র

    নেই কো হৃদয় বৎসলা!


    নষ্টদিনের কষ্ট বয়ে

    বাস্তবতার রং করেই,

    ছড়ার খাতায় লিখছে যা তা-ই

    বনগাঁবাসি শংকর এই।



    শংকর দেবনাথ


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!