• 06 July 2020

    সৎ-মা

    সৎ-মা

    5 35

    #গল্প

    #সৎ-মা

    #মুনমুন সরকার

    পেপার দেখে সম্বন্ধ করে বিয়ে হয়েছিলো বিপত্নীক প্রতিকের সঙ্গে ভূগোলে মাস্টার্স করা ডিভোর্সি লোপার। প্রতীক ব্যাংক চাকুরে, দুটি সন্তানের জনক। কার্ডিয়াক অ্যরেষ্টে স্ত্রী মিলি মারা যায় চার বছর আগে, পৃথা ও ঋজু তখন যথাক্রমে পাঁচ ও দু'বছরের। বিয়ে করবেনা-ই ঠিক করেছিলো প্রতীক, কিন্তু মায়ের শরীর ক্রমাগত খারাপ হওয়ায় সিদ্ধান্ত বদলাতে হয়, পেপারে বিজ্ঞাপন দেয় সে। অনেকের সঙ্গেই যোগাযোগ হয়, কিন্তু লোপাকেই সবচেয়ে যোগ্য বলে মনে হয় প্রতিকের। লোপার চেহারা সুন্দর কিন্তু মন অনেক বেশি সুন্দর। আর সেই কারণেই লোপাকে পছন্দ করে প্রতীক।

    নতুন বউ রূপে শ্বশুরবাড়িতে প্রবেশ করে লোপা। শাশুড়ি-মা তিথি সানন্দে বরণ করে নেন লোপাকে। লোপা ঘরে প্রবেশ করে পৃথা আর ঋজুকে কাছে ডাকে। রিজু কাছে এলেও পৃথা আসে না হয়তো একটু বড় হওয়ার কারণে ও অনেককিছু ভেবে বসে। লোপা ওকে ভালোবেসে কাছে আনতে গেলে ও শক্ত হয়ে যায়, কেটেকেটে বলে,"আমি কিন্তু তোমাকে মা বলে ডাকবো না। আমার মা আকাশের তারা হয়ে গেছে।" চোখ দুটি জলে ভরে আসে লোপার। পৃথা-কে জড়িয়ে ধরে দেওয়ালের দিকে আঙুল নির্দেশ করে একটি ছবির দিকে তাকিয়ে ও বলে, "ওই তো তোমার মা, আমি কেন তোমার মা হবো সোনা? আমি তোমার মামনি। তোমার মামনি কিন্তু তোমাকে আর ঋজুকে বড্ড ভালোবাসে। তোমরাই তোমার মামনির সবকিছু।" পৃথা কী বুঝলো কে জানে! আসতে আসতে লোপার ঘাড়ে মুখ গুজলো। আবারও লোপা অশ্রুসিক্ত হয়।

    পাশ থেকে পিসি শাশুড়ি বলে ওঠেন, "ওমা নতুন বউ-এর কথার কী ছিড়ি!! বলে আমি তোমার মা না!!! মা গো মা !!!!! সৎ-মা কি আর মা হয় কোনদিনও????" লোপা সব শুনে মিষ্টি করে হেসে বলে, "পিসিমনি ডাকে কী আসে যায়! সম্পর্ক টিকে থাকার আসল রসদ হলো- ভালোবাসা ও কিছুটা স্বার্থত্যাগ। আসলে হলো সৎ-মা মানে আমরা সবসময় বাজে বা খারাপ মা ভাবি। এই শব্দটার একটা আলাদা অর্থও হয়, সৎ মানে কিন্তু 'খাঁটি' এই অর্থটাও বোঝায়। আমি দ্বিতীয় অর্থ ধরেই 'সৎ-মা' হতে চাই। আশীর্বাদ করুন পিসিমনি আমি যেন আমার লক্ষ্য-পূরণে সার্থক হতে পারি।" পিসিমনি হতবাক, তাঁর অজান্তেই তাঁর ডান-হাতটি তাঁকে প্রনামরত লোপার মাথায় নেমে আসে। উপস্থিত প্রায় সবার চোখ-ই সজল হয়ে ওঠে। তিথি আনন্দে বৌমা-কে বুকে টেনে নেন আর ভাবেন, না ছেলে তাঁর ভুল করেনি। স্ত্রী ও মাতৃহারা বাচ্চাদের মা-নির্বাচনে। ছেলে সঠিক পাত্রী-ই নির্বাচন করেছে।



    MUNMUN SARKAR


Your Rating
blank-star-rating
শংকর হালদার শৈলবালা - (28 July 2020) 5
চমৎকার লেখা ভালো লেগেছে ধন্যবাদ

0 0

SUSANTA SARKAR - (26 July 2020) 5

0 0