• 11 July 2020

    কবিতা

    বর্ষারাণি

    5 72

    আষাঢ় পরে শ্রাবণ ঘনায় বর্ষামুখর দিন

    পুবাকাশে সোনার রবি মেঘে অন্তরীণ।

    সকাল থেকে ঝরছে বারিষ রিমঝিম রিমঝিম।

    দেশ রাগেতে আলাপ জমা মেঘমল্লার অন্তিম।

    একখানি বক ভিজছে দূরে একপায়ে নিশ্চুপ

    ভিজছে বাগে কদম কেয়া, জুঁই মালতীর রূপ।

    দিঘীর বুকে শালুক আড়ে পানকৌড়ির ডুব

    ঝোড়ো হাওয়া লাগায় মাতন মনখারাপী খুব।

    শার্সি বেয়ে আলগোছে জল ব্যস্ত পারা ছোটে

    ভয় জড়ানো বিজলী দমক গাঙ শালিকের ঠোঁটে।

    জল বেঁধেছে শ্যামলা মেয়ের মেঘবরণ চুলে

    আলতো হাসি ঠোঁট ছুঁয়েছে কামিনী বকুলে।

    কাগজ তরী দিচ্ছে পাড়ি ভিনদেশী কোন গাঁয়ে

    টাপুর টুপুর বাজছে নুপূর বর্ষারানির পায়ে।




    জুঁই ভট্টাচার্য


Your Rating
blank-star-rating
Sushanta Ganai - (16 September 2020) 5

1 0

শংকর হালদার শৈলবালা - (28 July 2020) 5
চমৎকার লেখা ভালো লেগেছে ধন্যবাদ

1 1