• 16 July 2020

    সুস্মিতা মালাকার ঘোষ

    "মুক্তির আকাশ"

    0 33

    মুক্তির_আকাশ


    বুধুয়াদের পারিবারিক পাখির ব্যবসা। তিন পুরুষ ধরে ওরা এই ব্যবসা করে। বুধুয়া কিছু পাখি চাপড়ার জঙ্গল থেকে ধরে আনে আর কিছু পাখি সাতরার হাট থেকে শনিবারে কিনে আনে।


    বাড়ির উত্তরের উঠোনটায় প্রচুর খাঁচায় আটকে রাখে এদের। শুক্রবারে গাঁয়ের হাটে গিয়ে পাখি কেনাবেচা করে সংসার তার ভালোই চলে।


    কিন্তু বুধুয়ার সাত বছরের ছেলে মংলার বাবার এই ব্যবসা পছন্দ নয়।সে ব্যবসা কথাটা বোঝেও না। সে শুধু দেখে কিছু পাখি ডানা ঝাপটায় মুক্তির আকাঙ্ক্ষায়। সে সুযোগ পেলেই দু'একটা পাখি উড়িয়ে দেয় আর প্রাণ ভরে তাদের নীলাকাশে উড়ে যাওয়া পরিতৃপ্তির সাথে দেখতে থাকে।


    এই ছোট বয়েসেই ও জেনে গেছে বুঝি মুক্তির স্বাদটা বড়ো মিষ্টি।




    Susmita Malakar Ghosh


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!