#শিরোনাম:"আমার একটা 'আমি' আছে"
{সুস্মিতা মালাকার ঘোষ}
আমার একটা 'আমি' আছে
সকাল -বিকেল -সাঁঝে,
দিন রাত্তির বসত করে
আমার মনের মাঝে।
সেই যে কবে তারই সাথে
বেঁধে ছিলাম ঘর,
সঙ্গ মোটেই ছাড়ে না সে
যতোই আসুক ঝড়।
খুব গোপনে দিন-দুপুরে
তার সাথে কথা বলি,
রাস্তা ফাঁকা আমি আর সে
একই সাথে পথ চলি।
সেই 'আমি'টাই সান্ত্বনা দেয়
মন খারাপের দিনে,
কুলের আচার ভাগ করে খাই
পাঁচ টাকাতে কিনে।
আমার মাঝের সেই 'আমি'কেই
বাঁচি আঁকড়ে ধরে,
তার মত আর কেউ বোঝে না
আমায় আপন করে।