অব্যক্ত
কলমে- লিপি বর্মন
অভিমানী হয়ে বসে থাকো তুমি!
সে জন আজও জানে না।
বুকের ভেতর তুমুল আন্দোলন
আর শুধু চাপা কান্না
নীরবে দেয় হানা।
যাকে ভালোবেসে হলে আত্মহারা
গেঁথেছ যত্নে প্রেমের মালা
শুনে তার নাম কতবার কেঁপেছে বুক
অহর্নিশি মনের দহন জ্বালা
করেছে অন্তঃসলিলা।
হায়রে হৃদয় , অবোধ সে জন
বোবা মনের কথা বোঝে না।
ভাঙলে গড়লে একাকী কতবার
অন্তরে তবুও করেনি আনাগোনা।
তাই থেকে গেছে সবই অজানা।
ভালোবাসা বুঝলো না সে এ মনের
কাঁদলে তুমি এপ্রান্তে একা একা...
কী করবে এই ভাঙা মনরে এবার
নিয়ে এই হৃদয় ফাঁকা?
থমকে যে যায় স্বপ্ন আঁকা।